পারথ: ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে দুই আনঅফিশিয়াল টেস্ট খেলতে গিয়েছিলেন তিনি। তবে তাঁকে যে বর্ডার-গাওস্কার ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভারতের মূল দলে যুক্ত করা হবে, তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। হলও তাই। পারথে প্রথম টেস্টের আগের দিনই ভারতীয় দলে দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) যোগ দেওয়ার কথা ঘোষণা করে দিল বিসিসিআই।


অজ়িভূমে ভারতের ১৮ জনের দলে যোগ দেওয়ার পর পাড়িক্কাল বলেন, 'আমার তো সত্যি বলতে এখনও বিশ্বাসই হচ্ছে না। অনুশীলনে দারুণ উদ্যমের সঙ্গে যেভাবে আমরা খেলি, সেটা খুবই আনন্দদায়ক। সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে এবং তার জন্য যে সকলেই প্রস্তুত, তা সহজেই বোঝা যায়। তাই ভারতীয় দলের সঙ্গে প্রতিটি অনুশীলন সেশনেই খুব আনন্দের হয়। কারণ প্রতিটি অনুশীলন সেশনই ম্যাচের মতোই লাগে। তাই আশা করছি আমরা ম্যাচেও এই সেটা করতে পারব।'


শুভমন গিলের আন্তঃদলীয় ম্যাচে আঙুল ভেঙেছে। তাই পাড়িক্কালকে তাঁর বদলে তিনে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে যশপ্রীত বুমরা একাদশ নিয়ে কোনও পূর্বাভাস না দিলেও, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই ভারতীয় দলের একাদশ নির্ধারিত হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে কিন্তু টিম ইন্ডিয়ার একাদশে বদল হলেও হতে পারে। শোনা যাচ্ছিল প্রথম টেস্টে ভারতীয় দলের একমাত্র স্পিনার হিসাবে দলে সুযোগ পেতে চলেছেন আর অশ্বিন। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজাকে মাঠের বাইরে বসতে হত। তবে পারথে শেষবেলার অনুশীলনে কিন্তু অন্য ছবি ধরা পড়ল।


ম্যাচের আগের দিন ভারতীয় দলের নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। তিনি দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের পর নেট থেকে সবার শেষে বের হন। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অনেকটা সময় আলোচনাও করতে দেখা যায় তাঁকে। এইসব জিনিসপত্র দেখেই অজ়ি মিডিয়ার একাংশের দাবি জাডেজা সম্ভবত প্রথম টেস্টে খেলতে নামছেন। তবে তিনি অশ্বিনের বদলে একমাত্র স্পিনার হিসাবে খেলবেন না অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে নামবেন, সেটা বলা দায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পারথে অপরাজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরে কোহলি, প্রথম টেস্টে কড়া চ্যালেঞ্জের মুখে রোহিত-হীন ভারত