অ্যাডিলেড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর যে ধাক্কাটা এসেছিল, তা কিছুটা সামাল দেওয়া গিয়েছে। বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। কিন্তু তবুও লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দাবিদার এই মুহূর্তে পাঁচটি দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়াও তালিকায় আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আগামী বছর জুনের ১১ থেকে ১৫ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলবে লর্ডসে।


এই মুহূর্তে ৬১.১১ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ভারতের জন্য ফাইনালে ওঠার রাস্তা কিন্তু অতটাও সহজ নয়। ২০২১ ও ২০২৩ এ ফাইনালে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু এবারের গল্পটা অন্য। বর্ডার গাওস্কর ট্রফির আরও চারটি টেস্ট বাকি রয়েছে। এরপর আর কোনও টেস্ট সিরিজ খেলবে না রোহিত বাহিনী। অঙ্ক বলছে চলতি সিরিজে ভারতের পক্ষে ফল হতে হবে ৪-০ বা ৫-০। সেক্ষেত্রে বাকি দলের দিকে না তাকালেও হবে। প্রথম দুইয়ে থেকেই ফাইনালে পৌঁছানো চূড়ান্ত হয়ে যাবে ভারতের জন্য। অর্থাৎ হারা যাবে না। তবেই কিন্তু অঙ্ক বদলে যাবে, যা চাপে ফেলবে টিম ইন্ডিয়াকে। নিউজিল্য়ান্ড তাদের ফাইনালে ওঠার দৌড়ে শেষ টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যা শুরু হয়েছে ২৮ নভেম্বর থেকে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আরও একটি করে টেস্ট সিরিজ খেলার সুযোগ পাবে। 


অস্ট্রেলিয়াকে ফাইনালের টিকিট পাকা করতে হলে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের একটি ম্যাচ জিততেই হবে। আর শ্রীলঙ্কাকে দু ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে। তবে এক্ষেত্রে অন্য়দিকে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০, ২-০ অথবা ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। শ্রীলঙ্কাকেও ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। অর্থাৎ নিজেদের পারফরম্য়ান্সের সঙ্গে বাকি দলের ফলের দিকেও তাকাতে হবে কামিন্স বাহিনীকে। 


ভারত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভাল ফল করলে এতটা চাপ হয়ত তৈরি হত না। টানা তিন ম্য়াচ হার কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে রোহিতদের। অন্যদিকে এই ফাইনালে ওঠার দৌড়ে কিউয়িদের দারুণভাবে সামনের দিকে নিয়ে এসেছে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে।