অ্যাডিলেড: টেস্ট ক্রিকেটে তিনি বড় রান পাচ্ছিলেন না। বারবার ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হচ্ছিলেন। সমালোচনাও হচ্ছিল বিরাট কোহলির (Virat Kohli)।
তবে বড় মঞ্চে তিনি যে এখনও জ্বলে উঠতে পারেন, তা ফের একবার প্রমাণ করে দিয়েছেন বিরাট কোহলি। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে ঝকঝকে সেঞ্চুরি করেছেন। যা ভারতের জয়ের ভিত সাজিয়ে দিয়েছিল।
তবে এখানেই শেষ নয়, কোহলির জন্য যে অস্ট্রেলিয়ার আরও ভোগান্তি বাকি রয়েছে, সেই কথা মনে করিয়ে দিয়ে অস্ট্রেলিয়া শিবিরকে সতর্ক করে দিচ্ছেন রাহুল দ্রাবিড়। ভারতের সিনিয়র ব্যাটার বিরাট কোহলির জন্য অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ দারুণ কাটবে বলে পূর্বাভাস করেছেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেছেন যে, কোহলি বিদেশের কঠিন পিচে ভাল ব্যাটিং করছেন এবং চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বোলারদের কাছে আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় তারকা কোহলি দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। কোহলি একটি নজিরও গড়েছেন। টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাওস্করের পর কোহলি চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ৩০টি সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন: নিলাম থেকে কিনেছে চেন্নাই, এক ওভারে চার ছক্কায় সেই তরুণকেই দুঃস্বপ্ন উপহার দিলেন হার্দিক
কোহলির দাপট দেখে দ্রাবিড় বলেছেন, 'ও সত্যিই ভাল ব্যাটিং করছে। এমনকী, কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকায় যখন আমরা খেলছিলাম, তখন আমার মনে হয়েছি বেশ কয়েকটি কঠিন উইকেটে ও সত্যিই ভাল ব্যাটিং করছে। সিরিজের শুরুতেই সেঞ্চুরি করতে পারাটা ওর জন্য খুব ভাল। আমি মনে করি ওর জন্য দুর্দান্ত একটি সিরিজ হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি।'
পারথে কোহলির মনোভাব দারুণ লেগেছে কিংবদন্তি সুনীল গাওস্করেরও। তিনি বলেছেন, 'দ্বিতীয় ইনিংসে ও যখন ব্যাট করতে নেমেছিল, শরীরী ভাষা দেখে ওকে ভীষণ ফুরফুরে মনে হচ্ছিল। প্রথম ইনিংসে ভারতের দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিল। হয়তো তখন ওর ওপর চাপ ছিল। দ্বিতীয় ইনিংসে বল খেলার জন্য বাড়তি সময় পেয়েছে।'
আরও পড়ুন: ইডেনে স্বপ্নপূরণ হয়েছিল যশস্বীর, মাঠেই জড়িয়ে ধরেছিলেন প্রিয় নায়ক, ভিডিও ভাইরাল