অ্যাডিলেড: পারথ টেস্টে মাত্র ১৫০ রানে ভারতের (India vs Australia) প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পরেও লজ্জার পরাজয় হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ০-১ পিছিয়ে প্যাট কামিন্সরা। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া শিবির। আর সেই কারণে দ্বিতীয় টেস্টের দলে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হল তাসমানিয়ার এক অলরাউন্ডারকে। 


বিউ ওয়েবস্টার (Tasmanian allrounder Beau Webster)। অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন একেবারে শেষ মুহূর্তে। গত গ্রীষ্মে শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) সেরা ক্রিকেটার হয়েছিলেন ওয়েবস্টার। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন। তারই পুরস্কার পেলেন তাসমানিয়ার তরুণ।             


আরও পড়ুন: নিলাম থেকে কিনেছে চেন্নাই, এক ওভারে চার ছক্কায় সেই তরুণকেই দুঃস্বপ্ন উপহার দিলেন হার্দিক


মার্নাস লাবুশেন দীর্ঘদিন ধরে ফর্মে নেই। প্রায় দেড় বছর হয়ে গিয়েছে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। তাঁকে বাদ দেওয়া হতে পারে বলে মনে করছিলেন অনেকে। তবে লাবুশেনে আস্থা রাখছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)। তিনি বলেছেন, 'কেরিয়ারে ওঠাপড়া তো সবার থাকে। সেটা খেলোয়াড়দের জীবনের অঙ্গ। ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং নিঃসন্দেহে বাইরের অনেকে ওকে সমালোচনায় বিদ্ধও করছেন। তবে আমদের বিশ্বাস ছন্দে থাকা মার্নাস লাবুশেন এমন একজন ক্রিকেটার যাকে আমাদের দলের ভীষণভাবে প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে, ও দ্রুতই পুরো বিষয়টা বদলে ফেলতে সক্ষম হবে।'            


 






অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচিত দল


প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংগলিস, উসমান খাওয়াজা, মার্নাশ লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকস্যুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।        


আরও পড়ুন: ইডেনে স্বপ্নপূরণ হয়েছিল যশস্বীর, মাঠেই জড়িয়ে ধরেছিলেন প্রিয় নায়ক, ভিডিও ভাইরাল




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।