ব্রিসবেন: সমতায় সিরিজ়। এক ম্যাচে জয় বা হার শুধু সিরিজ়ের ভাগ্যই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়শিপ ফাইনালে পৌঁছনোর দৌড়েও বড় বদল ঘটে যেতে পারে। তাই ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দিকে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ছিলেন। কিন্তু হতাশই হতে হল সকলকে।
ব্রিসবেনে ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশ হয়েই দিনের শুরুটা করতে হল। মাত্র ৮০ বল খেলা হওয়ার পরই বাতিল হয়ে গেল প্রথম দিনের খেলা। প্রবল বৃষ্টিই ২২ গজের লড়াইয়ে বিঘ্ন ঘটাল।
প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় যে পরিমাণ ওভার নষ্ট হয়েছে, সেটা যতটা সম্ভব উদ্ধার করার জন্য বাকি চারদিন সব ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ম্যাচ শুরুর কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বাকি চার দিন ভোর ৫.২০ থেকে শুরু হবে ম্যাচ। নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে এই দিনগুলিতে সর্বাধিক ৯৮ ওভার করে বল করা হতে পারে।
আজকের খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ন্যাথান ম্যাকস্যুইনি চার ও উসমান খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনে যেন বৃষ্টি আর বিঘ্ন না ঘটায়, ক্রিকেটপ্রেমীরা সেই আশাতেই কিন্তু থাকবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দুই দিনে দ্বিতীয়জন, ইমাদের পর আরও এক পাকিস্তানি ক্রিকেটারের অবসর ঘোষণা