নয়াদিল্লি: সেপ্টেম্বরে কয়েকটি ম্যাচের জন্য ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে সই করেছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। কাউন্টি (County Championship) ম্যাচ চলাকালীনই তাঁর বোলিং অ্যাকশন সন্দেহ আওতার আসে। এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board) দ্বারা আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় তাঁর বোলিং করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।
সেপ্টেম্বরে সামারসেটের বিরুদ্ধে সারের ম্যাচেই শাকিবের বোলিং অ্যাকশন সন্দেহের আওতায় আসে। আম্পায়াররা তাঁর বোলিং অ্যাকশন রিপোর্ট করে। সেই রিপোর্টের ভিত্তিতে সব বিচার বিবেচনা করে শাকিবের বোলিং করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসিবি। এক বিবৃতিতে এই বিষয়ে বলা হয়, 'লউবরো ইউনিভার্সিটিতে এক স্বতন্ত্র পরীক্ষার পর বাংলাদেশি অলরাউন্ডারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'
লউবরো ইউনিভার্সিটিতে এই মাসের শুরুর দিকেই নিজের বোলিং অ্যাকশনের একটি পরীক্ষা দেন শাকিব আল হাসান। এই পরীক্ষাতে বোলিংয়ের সময় শাকিবের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির থেকে বেশি ভাগছে বলে ধরা পড়ে। আইসিসির নিয়ম অনুযায়ী বোলাররা সর্বাধিক ১৫ ডিগ্রি পর্যন্তই কনুই ভাঙতে পারেন। সেই সীমা লঙ্ঘন করায় শাকিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এখানেই শেষ নয়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শাকিব আপিল করতেই পারেন। সেক্ষেত্রে পুনরায় তাঁর অ্যাকশন পরীক্ষা করা হবে। তবে যতদিন না তেমনটা হচ্ছে, ততদিন শাকিব আর ইসিবির আয়োজিত কোনও টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না।
১০ ডিসেম্বর শাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট আসে। তারপরেই ইসিবির নিয়মাবলী অনুযায়ীই শাকিবকে শাস্তি দেওয়া হয়। ২০১০-১১ সালের পর প্রথমবার কাউন্টি ক্রিকেটে ফিরে সারের হয়ে মাঠে নেমেছিলেন শাকিব। সেখানে বল হাতে নয়টি উইকেটও পান তিনি। তবে ৩৭ বছর বয়সি তারকা বর্তমানে যা পরিস্থিতি তাতে ইংল্যান্ডের মাটিতে আর বোলিং করতে পারবেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রায় চার বছর পর ফের একবার গাব্বায় পন্থ, স্মৃতিমধুর মাঠে নামার অভিজ্ঞতা ভাগ করলেন তারকা