অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম দিনশেষে ভারতীয় দলের দখলে মাত্র ৯৪ রানের লিড রয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়ার হাতে এখনও নয় উইকেট অবশিষ্ট রয়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ম্যাচে খানিকটা পিছিয়েই রয়েছে বলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন। ভারতীয় সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও এই বিষয়ে সহমত। তবে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছেন, যে ভারতীয় সহজে হার মানে না, হাল ছাড়ে না।
প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ১৮০ রানে অল আউট হয়ে যাওয়ার পর বোলাররা নতুন বলে মাত্র একটিই সাফল্য পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই চাপে টিম ইন্ডিয়া। তবে দলের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বার্তা দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। এই বিষয়ে দিনশেষে সাংবাদিক সম্মেলনে টেন দুশখাতে বলেন, 'আমার মনে হয় না এই দলের সাজঘরে গিয়ে কোচেদের খেলোয়াড়দের ভাল পারফর্ম করার কথা বলার কোনও প্রয়োজন আছে। এই দলের সকলেরই আত্মমর্যাদা রয়েছে এবং সকলেই নিঃসন্দেহে এখানে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর।'
টেন দুশখাতে আরও যোগ করেন, 'আমার মতে আমরা ম্যাচে আপাতত খানিকটা পিছিয়েই রয়েছি। তবে একচুলও জমি ছাড়ব না এবং নিঃসন্দেহেই এই দল হার মানবে না।' ভারতীয় দলের হয়ে পারথের প্রথম টেস্টের মতোই এই টেস্টেরও প্রথম ইনিংসে ফের একবার লড়াকু এক ইনিংস খেললেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ৫৪ বলে ৪২ রান আসে তাঁর ব্যাট থেকে। টেন দুশখাতের মতে নীতীশের নিঃসন্দেহে এখনও প্রচুর উন্নতি করতে হবে, তবে তিনি এখনও পর্যন্ত যেটুকু খেলেছেন, তাতে নীতীশ যে প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই, সেই বিষয়ে নিশ্চিত টেন দুশখাতে।
'এখনও ওকে নিয়ে আরকেটু কাজ করা বাকি। এখনও ও পরিপক্ক নয়। তবে ২১ বছরের এক বাচ্চা হিসাবে তিন ইনিংসে যে ভাবে ও ব্যাট করেছে তা প্রশংসনীয় এবং সাত নম্বরে ওকে ব্যাক করাটা যুক্তিযুক্তও। ওয়াশিকে (ওয়াশিংটন সুন্দর) খেলানো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, তবে ও এইটুকু সময়ে যা যা করণীয় সবটাই করেছে এবং আমরা নিশ্চিত যে ও অনেক উপরে উঠবে।' বলেন ভারতীয় সহকারী কোচ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জন্মদিনেই কপিল, জাহিরের বিশেষ তালিকায় নাম লেখালেন যশপ্রীত বুমরা