পারথ: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের (IND vs AUS 1st test) দ্বিতীয় দিনে ম্যাচের রাশ ভারতেরই হাতে। গতকাল যেখানে ১৭টি উইকেট পড়েছিল, বড় রানের কোনও পার্টনারশিপই দেখা যায়নি। সেখানে আজ গোটা এক সেশনে কোনও উইকেট হারায়নি ভারত। চা পানের বিরতিতে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৮৪ রান। ৩.২৩ রান প্রতি ওভারে ব্যাট করেন ভারতীয় ওপেনাররা। বর্তমানে দুই ভারতীয় ওপেনা কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) যথাক্রমে ৩৪ ও ৪২ রানে ব্যাট করছেন।
দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে আউট করার পর ভারতীয় দলের জন্য দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল করা ভীষণ ভীষণ প্রয়োজনীয় ছিল। প্রথম ইনিংসে বেশ বিতর্কিতভাবে কেএল রাহুলকে আউট দেওয়া হয়। তবে তার আগে পর্যন্ত রাহুলকে বেশ ভালই দেখিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও তাঁর ডিফেন্স থেকে শট নির্বাচন সবই নজর কাড়ল। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের বিরুদ্ধে বেশ মজবুত দেখায় তাঁকে।
তবে জয়সওয়ালের ক্ষেত্রে ছবিটা কিন্তু ভিন্ন ছিল। প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি তরুণ ওপেনার। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার আশঙ্কা ছিল। তবে তাঁর ব্যাটিংয়ে গোটা সেশন জুড়েই আত্মবিশ্বাস ঝড়ে পড়ল। মিচেল স্টার্কের বিরুদ্ধে তাঁর ফ্লিক শটই কিন্তু সেই আত্মবিশ্বাসের পরিচয় দেয়। গোটা ইনিংস জুড়েই তিনি নিজের শট নির্বাচনে নজর কাড়েন।
তবে গতকালের পিচ থেকে বিশেষজ্ঞদের মতে আজকের পারথের পিচের চরিত্রটাও কিন্তু অনেকটাই বদলেছে। গতকাল যেখানে বল স্যুইং এবং সিম হচ্ছিল, সেখানে কড়া সূর্যের তাপ পিচের আর্দ্রতার পরিমাণ কমেছে, যা নিঃসন্দেহে ব্যাটিং অনেকটা সহজ করে তুলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টিম ইন্ডিয়া এই পরিস্থিতি এবং দারুণ শুরুর কতটা লাভ তুলতে পারে, সেটাই দেখার। আপাতত ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে ১৩০ রানে এগিয়ে রয়েছে।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি', ব্যাট করতে করতেই হর্ষিত রানাকে হুঁশিয়ারি মিচেল স্টার্কের