পারথ: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) মহাদ্বৈরথ। ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ় ঘিরে উন্মাদনার কমতি নেই। এই সিরিজ়েই কিন্তু একাধিক রেকর্ড গড়তে পারেন একাধিক ভারতীয় ক্রিকেটার। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে যেমন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।
ভারতের হয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বাধিক উইকেট নিয়েছেন কপিল দেব। সেই মোট উইকেটসংখ্যা থেকে অন্য ভারতীয় ফাস্ট বোলাররা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন। তবে যশপ্রীত বুমরা অজ়িভূমে কপিল দেবের উইকেট সংখ্যা পার করে যেতে পারেন। কপিল দেব অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে ১১ টেস্টে সর্বাধিক ৫১টি উইকেট নিয়েছেন। বুমরা সাতটি টেস্টে অজ়িভূমে এখনও পর্যন্ত মোট ৩২টি উইকেট নিয়েছেন। আর ২০টি উইকেট নিলেই তিনি কপিল দেবকে পিছনে ফেলে দেবেন।
বুমরা মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে মোট পাঁচটি টেস্ট খেলবে। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং সহায়ক পিচে সেই পাঁচ টেস্টে বুমরার ২০ উইকেট নেওয়া একেবারেই অসম্ভব কিছু নয়। তবে শুধু বুমরা নয়, বিরাট কোহলির সামনেও কিন্তু এই সিরিজ়েই ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। বুমরা যেমন সবোর্চ্চ উইকেটসংগ্রাহক হতে পারেন, তেমনই বিরাট কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি এই সিরিজ়ে আর ৪৫৮ রান করলেই ভারতীয় হিসাবে অজ়িদের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। সচিনের আরও একটি রেকর্ডেও ভাগ বসাতে পারেন কোহলি। সচিনের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন কোহলি।
অ্যাডিলেড কিন্তু বিরাটের বরাবরই পছন্দের মাঠ। তিনি এই মাঠেই তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর একটি সেঞ্চুরি হাঁকালেই এই মাঠে সর্বকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড গড়ে ফেলবেন। তিনি আর ১০২ রান করলেই বিদেশি ক্রিকেটার হিসাবে অ্যাডিলেড ওভালে ব্রায়ান লারার সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেবেন। পাশাপাশি আর ৫৭৪ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে তিনি অজ়িভূমে ৪০০০ আন্তর্জাতিক রান করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট, রোহিতের ব্য়াটিং পরামর্শদাতা হবেন সচিন তেন্ডুলকর?