নয়াদিল্লি: চোট আঘাতে জর্জরিত দলের একগুচ্ছ তারকা। তবে এতকিছুর মধ্যে অবশেষে একটি সুখবর পেলেন অজি সমর্থকরা। ইনদওরে ১ মার্চ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) আগে সম্পূর্ণ ফিট তারকা অলরাউন্ডার। প্রথম একাদশেও তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। কে তিনি? তিন আর কেউ নন, ক্যামেরন গ্রিন (Cameron Green)। অজি তারকা নিজেই জানান যে তিনি '১০০ শতাংশ ফিট'। 


ফিট গ্রিন


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে চোট পেয়েছিলেন গ্রিন। তাঁর আঙুল ভেঙেছিল। সেই চোটের কারণেই এতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় গ্রিনকে। অবশ্য গ্রিন জানাচ্ছেন নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টেও তাঁর মাঠে নামার প্রবল সম্ভাবনা ছিল। তবে অনুশীলনে ব্যাটিংয়ের সময় আঙুলে হালকা ব্যথা অনুভূত হওয়ায় তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি অজি ম্যানেজমেন্ট।


গ্রিন বলেন, 'আমার গত ম্যাচে মাঠে নামার সুযোগ ছিল বটে। তবে বাড়তি এক সপ্তাহ হাতে পাওয়ায় আমার সুবিধাই হয়েছে বটে। আমি মাঠে নামার জন্য ১০০ শতাংশ প্রস্তত। গত ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিং করার সময় কয়েকটি স্যুইপ মারতে গিয়ে আমায় আঙুলে বেশ ব্য়থা লাগছিল। এই বছরে আরও অনেক ম্যাচ বাকি রয়েছে। তাই সেই কথা মাথায় রেখে আমাদের মনে হয় যে একটা ম্যাচ যদি না খেলি, তাতে খুব বেশি পার্থক্য হয়তো হবে না। আর সিদ্ধান্তটাও সম্ভবত সঠিকই ছিল।'



নেই অধিনায়ক


অবশ্য গ্রিন তৃতীয় টেস্টে ফিরলেও, সেই টেস্ট খেলবেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মা অসুস্থ থাকায় তাঁকে তড়িঘড়ি সিডনিতে ফিরতে হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। কথা ছিল তৃতীয় টেস্টের আগেই ভারতে ফির আসবেন কামিন্স। তবে তেমনটা হচ্ছে না। কামিন্স এক বিবৃতিতে জানান, 'আমি আপাতত ভারতে ফিরছি না। আমার মনে হয় এই সময় আমার পরিবারের সঙ্গে থাকাটা বেশি জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থরা আমাকে যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গোটা বিষয়টা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।' ইনদওরে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে অস্ট্রেলিয়াকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। 


আরও পড়ুন: ব্রুকের স্বপ্নের ফর্ম অব্যাহত, কিউয়িদের বিরুদ্ধে অনবদ্য ইনিংসে ভাঙলেন কাম্বলির সর্বকালীন রেকর্ড