নয়াদিল্লি: বিগত বছরে রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। অবশ্য নতুন বছরের শুরু থেকে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ইতিমধ্যেই শতরানও হাঁকিয়ে ফেলেছেন রোহিত। তা সত্ত্বেও ভারতীয় অধিনায়ককে ফিটনেস নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কপিল দেব (Kapil Dev)। প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের মতে টেলিভিশনের পর্দায় রোহিতের ওজন বেশি বলেই মনে হয়, তাই তাঁর নিজের ফিটনেসের ওপর কাজ করা উচিত। 


ফিটনেস নিয়ে খোঁচা


কপিল দেব বলেন, 'ফিটনেসটা ভীষণই গুরুত্বপূর্ণ। অধিনায়কের হলে তো আরও জরুরি। ফিট না হওয়াটা লজ্জাজনক। রোহিতের এই বিষয়ে খাটা খাটনি করা উচিত। ওর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে ওকে অন্তত টেলিভিশনে দেখে মনে হয় ওর ওজন বেশ খানিকটা বেশি। হ্যাঁ, টেলিভিশনের পর্দায় কাউকে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে পার্থক্য আছে বটে। তবে আমার মনে হয় রোহিত দারুণ ক্রিকেটার এবং অধিনায়ক হলেও, ওকে ওর ফিটনেসের ওপর কাজ করতেই হবে। বিরাটকে কিন্তু দেখলেই  সবার আগে ওর ফিটনেসটাই নজরে পড়ে।'


রাহুলের পাশে গম্ভীর


চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া (Team India)। অজিদের এই সিরিজ জয়ের আর কোনও আশা নেই। প্যাট কামিন্সরা শেষ দুই ম্যাচ জিতলেও বড়জোর সিরিজ ড্র করতে পারেন অজিরা। গতবার বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছিল ভারত। তাই এই সিরিজ ড্র হলেও ভারতের দখলেই থাকবে ট্রফিটি। তবে এর মাঝেও ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম।



দুই ম্যাচে তিন ইনিংসে রাহুলের মোট সংগ্রহ মাত্র ৩৮ রান। অনেকেই দাবি করছেন রাহুলের বদলে ফর্মে থাকা শুভমন গিলকে সুযোগ দেওয়ার এবার সময় এসেছে। তবে এই পরিস্থিতিতেও রাহুল পাশেই দাঁড়াচ্ছেন তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautram Gambhir)। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে রাহুলের সমালোচকদের বেশিরভাগই জানেন না আন্তর্জাতিক ক্রিকেট থেকে কতটা কঠিন। তিনি বলেন, 'যারা কেএল রাহুলকে সমালোচনায় বিদ্ধ করছেন, তারা জানেন না আন্তর্জাতিক ক্রিকেট ঠিক কতটা কঠিন। ভাল ফর্মে থাকলে তো সবাই সঙ্গে থাকেন, তবে একজন খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলে তার পাশে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খারাপ সময় তো সবারই যায়, কেউই তো সবসময় রান করতে পারে না। তবে সবসময় প্রতিভার পাশেই দাঁড়ানো উচিত।'


আরও পড়ুন: চাপ বাড়ল অস্ট্রেলিয়ার, তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স