অ্যাডিলেড: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) ফের একবার হেড-কাঁটায় বিদ্ধ ভারতীয় দল। প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে অ্যাডিলেডে তৃতীয় সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন অজ়ি তারকা। সেই ট্র্যাভিস হেডকে (Travis Head) আউট করে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সেলিব্রেশনই এখন চর্চায়।
বল হাতে আগুন ঝরানোর পাশাপাশি শব্দবাণ প্রয়োগের সুযোগ কোনওসময়ই হাতছাড়া করেন না সিরাজ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও এমনটাই দেখা গেল। হেড তাঁর বলে চার, ছক্কা হাঁকানোর ঠিক পরেই একেবারে নিঁখুত ইয়র্কারে অজ়ি তারকার উইকেট ভেঙে দেন সিরাজ। হেডকে আগ্রাসী মেজাজে সাজঘরে ফেরার ঈশারাও করেন ভারতীয় তারকা ফাস্ট বোলার। এরপরেই সিরাজ ও হেডের মধ্যে বাক্যবিনিময় হতে দেখা যায়। সেই নিয়ে দিনের খেলাশেষে মুখ খোলেন হেড।
অজ়ি তারকা স্পষ্ট জানিয়ে দেন যে সিরাজের ব্যবহার তাঁর মোটেও মনঃপুত হয়নি। হেড বলেন, 'আমি ওকে ভাল বল করেছ বলে বাহবা দিয়েছিলাম। তবে ও সেটাকে অন্য কিছু ভেবে বসে। গোটা ঘটনায় আমি খানিকটা হতাশই বটে। ওরা যদি এই প্রতিক্রিয়াই দিতে চায় এবং এভাবেই প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে করুক। এটা নিয়ে আর কিছু বলার থাকে না।'
তবে সিরাজের বলে আউট হওয়ার আগে ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ঝড় তোলেন হেড। মাত্র ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও চারটি ছক্কায়। সিরাজ তাঁকে আউট করে যে প্রতিক্রিয়া দেন, তা স্বাভাবিকভাবেই হেডের ঘরের মাঠে উপস্থিত দর্শকরা ভালভাবে নেননি। সিরাজকে বিদ্রুপেরও শিকার হতে হয়। অবশ্য শুধু অ্যাডিলেডের দর্শক নয়, ভারতীয় কিংবদন্তি সুনীল গাওস্করও সিরাজের আচরণে একেবারেই সন্তুষ্ট নন।
ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'আমাকে জিজ্ঞেস করলে বলব এটা অপ্রয়োজনীয় ছিল। লোকটা ১৪০ করেছে। চার-পাঁচ রান নয়। কেউ ১৪০ করার পর তাঁকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলাটা একেবারেই অপ্রয়োজনীয়, সমর্থনযোগ্য নয়। হেডকে বরং অভিনন্দন জানালে সিরাজ দর্শকদের চোখে নায়ক হয়ে যেত। এখন ও খলনায়ক হয়ে গেল।' গোটা ঘটনার পর সিরাজের সঙ্গে আম্পায়াররাও কথা বলেন। এই ঘটনায় সিরাজকে এছাড়া আইসিসির তরফে শাস্তি দেওয়া হতে পারে, এই আশঙ্কায় ভারতীয় দলের অনুরাগীদের ভোগাচ্ছে।
আরও পড়ুন: মাঠে উপস্থিত অধিনায়ক রোহিত, তাও টিম ইন্ডিয়ার হয়ে ফিল্ডিং সাজাচ্ছেন বিরাট কোহলি!