অ্যাডিলেড: প্রথম ইনিংসে জোড়া জীবন পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। একবার স্লিপে তাঁর ক্যাচ ফেলেছিলেন উসমান খাওয়াজা। আর একবার আউট হয়েও নো বল হওয়ায় বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুযোগের সদ্বব্যবহার করতে পারেননি রাহুল। ৩৭ রান করে ফিরে গিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে সৌভাগ্য সঙ্গী হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma)। ক্রিজে এসে মিচেল স্টার্কের প্রথম বলই হেলমেটে খেয়েছিলেন। পরের বলেই তিনি এলবিডব্লিউ হয়ে যান। তবে বলটি নো হওয়ায় বেঁচে যান রোহিত। ভারত তখন ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে। ছ'নম্বরে ব্যাট করতে নামা রোহিত বেঁচে যাওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, যদি বড় রান করে সেই সুযোগ কাজে লাগান হিটম্যান। যদি তাঁর ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত।
কিন্তু পারলেন না রোহিত। প্রথম ইনিংসে রাহুলের মতোই জীবন পেয়েও আউট হয়ে গেলেন। প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন ভারত অধিনায়ক। অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও প্রবল চাপে ভারত। ১২৮ রানে পাঁচ উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে অলৌকিক কিছু প্রয়োজন।
ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি। দুজনই আগ্রাসী ব্য়াটিং করছেন। স্কট বোল্যান্ডকে কার্যত স্টাম্পের ওপর শুয়ে পড়ে স্কুপ শটে মাঠের বাইরে পাঠিয়েছেন পন্থ। ২৫ বলে ২৮ রান করে অপরাজিত তিনি। পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। ১৪ বলে ১৫ রান করে ক্রিজে তাঁর সঙ্গে রয়েছেন নীতীশ। তিনটি বাউন্ডারি মেরেছেন। রবিবার, ম্যাচের তৃতীয় দিন ষষ্ঠ উইকেট জুটির দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ। যদি লম্বা পার্টনারশিপ গড়ে দলের রানকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যেতে পারেন দুজনে।
আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর
শনিবার, দ্বিতীয় দিনের শুরু থেকে বারবার নিজেদের সমস্যা নিজেরাই বাড়িয়েছেন রোহিত, বিরাট কোহলিরা। একাধিক ক্যাচ পড়েছে। ট্র্যাভিস হেডের ক্যাচ ফেলে দিয়েছেন মহম্মদ সিরাজ। পরে তাঁকে ফিরিয়ে যতই আগ্রাসন দেখান না কেন, হেডের ১৪০ রানের ইনিংসই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। ক্যাচ ফেলেছেন পন্থও। সঙ্গে বুমরার চোটও উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরের।
রবিবার কি ভাগ্যাকাশ বদলাবে ভারতের?
আরও পড়ুন: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ