পারথ: মাত্র মাসকয়েক আগেই তাঁরা দুইজনে কাঁধে কাঁধ মিলিয়ে এক দলের হয়েই মাঠে নামছিলেন। একসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেতাবও জেতেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও হর্ষিত রানা (Harshit Rana)। তবে মঞ্চ, পরিবেশ, পরিস্থিতি, সবটাই বদলেছে। বর্তমানে তাঁরা বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে (IND vs AUS 1st Test) সম্মুখসমরে। সেই টেস্ট চলাকালীনই প্রাক্তন সতীর্থকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্টার্ক।
ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনের সকালে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংরত মিচেল স্টার্কের বিরুদ্ধে বল করছিলেন হর্ষিত রানা। সেট স্টার্ককে আউট করতে রানা একের পর এক শর্ট লেংথের বল করছিলেন। একাধিক বাউন্সারও মারেন এই ম্যাচে অভিষেক ঘটানো ভারতীয় তরুণ। তাঁর এক শর্ট লেংথের বল কোনওক্রমে সামলান স্টার্ক। তারপরেই মুচকি হাসি দিয়ে প্রাক্তন সতীর্থর উদ্দেশে সতর্কবার্তা দেন স্টার্ক। অজ়ি তারকাকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, 'হর্ষিত, আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি। আর আমার স্মৃতিশক্তি কিন্তু খুব ভাল।'
অর্থাৎ হর্ষিতকে স্টার্ক কার্যত হুঁশিয়ারি দিয়েই বলেন তিনি কিছু ভোলেন না। হর্ষিত ব্যাট করতে আসলেও কিন্তু এমন জিনিসপত্র ঘটতে পারে এবং তাঁর বলের গতিও হর্ষিতের থেকে বেশি। ভারতীয় তরুণ অবশ্য কোনও জবাব না দিয়েই মুচকি হেসে নিজের রান আপে ফিরে যান। এই ইনিংস চলাকালীনই স্টার্কের হেলমেটও হর্ষিতের ঝাঁঝালো বাউন্সার লাগে।
তবে তা সত্ত্বেও নিজের স্থান ছাড়েননি স্টার্ক। তিনি কিন্তু একমাত্র ব্যাটার হিসাবে শনিবার সকালে বেশ খানিকটা লড়াই করলেন। অজ়িদের হয়ে ইনিংসের সর্বাধিক ২৬ রানও আসে তাঁর ব্যাট থেকে। মূলত স্টার্কের দৌলতেই কোনওক্রমে শতরানের গণ্ডি পার করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ঋষভ পন্থদের মতো তারকা ব্যাটাররা থাকলেও, ঘটনাক্রমে এখনও পর্যন্ত স্টার্কই একমাত্র ব্যাটার পারথের পিচে শতাধিক বল টিকতে পেরেছেন। তাঁর দৌলতে ও ক্যারির ২১ রানে ভর করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে শেষ হয়। ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে রয়েছে। হর্ষিত রানা প্রথম ইনিংসে নেন তিনটি উইকেট।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলির হাত থেকে পান টেস্ট ক্যাপ, অভিষেকের পূর্বে গম্ভীরের পেপ-টকই উদ্বুদ্ধ করে নীতীশকে