মেলবোর্ন: বড়দিনের ছুটি কাটিয়েই ২২ গজের লড়াইয়ে নেমে পড়তে হবে রোহিত-কামিন্সদের। ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির ফল এই মুহূর্তে ১-১। পারথে সিরিজের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। বুমরার নেতৃত্বে সেই ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এরপর অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে জয় ছিনিয়ে নেয় অজিরা। ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি এতবার তাল কেটেছে খেলায়, যে ম্য়াচ অমিমাংসীত ভাবে শেষ হয়। আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট। 


কাদের ম্যাচ?


বর্ডার গাওস্কর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ


কবে ম্যাচ?


ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু


কোথায় খেলা?


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে


কখন শুরু


ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর ৫টায়। টস হবে তার ৩০ মিনিট আগে


কোথায় দেখবেন


টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে  


সন্তান জন্মের জন্য পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে নেমেই দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল ও যশস্বী জয়সওয়াল জুটিকে। সেই ম্যাচও জেতে ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত একাদশে ফিরলেও তিনি চাননি সফল জুটিকে ভাঙতে। সেই কারণে তিনি ফেরার পরও ভারতের হয়ে পরের দুই টেস্টে ওপেনিং করেন রাহুল ও যশস্বী। রোহিত নামে ৬ নম্বরে।


কিন্তু ছয়ে নেমে রান পাননি রোহিত। তিনি অ্যাডিলেড ও ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ছয় নম্বরে ব্যাট করানো অর্থহীন।


তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের।


অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ব্যাটিং করার সময় কুঁচকিতে চোট পেলেও হেড খেলতে প্রস্তুত। কামিন্স বলেছেন, 'ট্র্যাভ খেলার জন্য তৈরি। ও খেলছে। আজ ও গতকাল সামান্য কিছু জিনিস দেখে নেওয়া হয়েছে শুধু।