মেলবোর্ন: রাত পোহালেই বক্সিং ডে টেস্ট (India vs Australia)। তার আগের দিনই বড়দিন। অস্ট্রেলিয়ায় যে দিনটি ছুটি। ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই এই দিনটিকে বেছে নিয়েছিলেন ছুটি কাটানোর জন্য। সেই তালিকায় আছেন বিরাট কোহলিও। বড়দিনের সকালে মেলবোর্নের রাস্তায় বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গেল স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সময় কাটাতে। দু'জনে মেলবোর্নের একটি ক্যাফেতে প্রাতঃরাশও সারলেন। হাতের কাছে দুই তারকাকে পেয়ে আবেগাপ্লুত ক্যাফের কর্মীরা। সকলের আব্দার মিটিয়ে ক্যাফে কর্মীদের সঙ্গে ছবি তোলেন বিরাট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
বিরাটের পরনে ছিল পিচ রংয়ের টি শার্ট। ক্যাফের ছবিতে যদিও অনুষ্কাকে দেখা যায়নি। ওই ক্যাফের পক্ষ থেকে ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কাকে ধন্যবাদ জানিয়ে ছবি পোস্ট করা হয়েছে। ছুটির দিন সকালে সেলিব্রিটি দম্পতি হঠাৎ এসে হাজির হওয়ায় তারাও চমকে গিয়েছিল বলেই জানানো হয়েছে ক্যাফে কোর্ট নামের ওই ক্যাফের তরফে।
জানা গিয়েছে, শেফকে ধন্যবাদ জানাতে বিরাট নিজেই হাজির হন ক্যাফের হেঁশেলে। সবার সঙ্গে ছবিও তোলেন তিনি। অন্যদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিরুষ্কার আরও একটি ভিডিও। পায়ে হেঁটে দুজনে ঘুরে দেখছেন মেলবোর্ন শহর। তবে ভিডিওটি সম্ভবত তাঁদের অজান্তেই করা হয়েছে।
আরও পড়ুন: পি ভি সিন্ধুর রিসেপশনে চাঁদের হাট, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর অনুষ্ঠানে মেন্যুতে কী ছিল?
মেলবোর্নের ওই ক্যাফের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, 'আজ সকালে আমরা যখন আলোচনা করছিলাম ছুটির দিনে আমরা ক্যাফে খোলা রাখব কি না। সেই সময় আচমকা জানতে পারি যে, বিরাট কোহলি আসছেন। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা পরিবার নিয়ে আমাদের ছোট এই ক্যাফেতে এসেছিলেন। বিরাট আমাদের রান্নাঘরে যান। শেফকে ধন্যবাদ জানান এবং আমাদের সঙ্গে ছবিও তোলেন। ওঁদের অনেক ধন্যবাদ।'
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।