নয়াদিল্লি: একজন সাংবাদিক। তিনটি প্রশ্ন। আর তাতেই রাতারাতি ভাইরাল (Viral Question)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। অজস্র মিম। সমালোচনার ঝড়। অনেকে আবার সেই সাংবাদিকের পাশেও দাঁড়ান। বলেন, হতেই পারে যে সকলে ইংরেজিতে সড়গড় নয়। কিন্তু এ নিয়ে এত সমালোচনার কী আছে!


ঘটনাটি গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL)। ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৬ ফেব্রুয়ারি  সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় কুম্মিল্লা ভিক্টোরিয়ান্স। তারপর মাঠেই সব ক্রিকেটারদের থেকে প্রতিক্রিয়া নিচ্ছিলেন এক বাংলাদেশি সাংবাদিক। বাংলাদেশি ও বিদেশি ক্রিকেটারদের ম্যাচ নিয়ে বিভিন্ন প্রশ্ন করছিলেন তিনি।


সেই সময় ওই সাংবাদিক সামনে পান ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে। রাসেলকে তিনি প্রশ্ন করেন, 'ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়াট'স হ্যাপেনিং?' বোঝাই যায় যে, ইংরেজিতে খুব একটা সড়গড় নন ওই সাংবাদিক। রাসেল প্রশ্ন বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করেন, 'কী বলছেন?' ফের একই প্রশ্ন করা হয় তাঁকে। এরপর রাসেল নিজে বুঝে একটি উত্তর দিয়ে দেন।


তবে শুধু রাসেল নন, সেই রাতে ওই সাংবাদিকের এরকম প্রশ্নের মুখে পড়েছিলেন সুনীল নারাইন ও মঈন আলিও।  নারাইনকে তিনি প্রশ্ন করেন, 'বিপিএল অল ম্যাচ ইওর পারফর্ম দিজ় হ্যাপেনিং।' মঈন আলিকে বলেন, 'ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম দিজ় হ্যাপেনিং।' দুজনই প্রশ্নের মাথামুণ্ডু বুঝতে পারেন না। নিজেদের মতো করে উত্তর দেন। সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।




সেদিনের সেই সাংবাদিকের নাম রাজিবুল ইসলাম। চাকরি করেন বাংলাদেশের একটি টিভি চ্যানেলে। গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও কভার করে গিয়েছেন। যদিও ঘটনার পর অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ভাষাই যে কাজের একমাত্র শর্ত হতে পারে না, সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি তা জানিয়েছিলেন অনেকেই। যদিও রাজিবুলের ভাইরাল হওয়া তাতে আটকায়নি।



এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর একটি মজার ভিডিও বানায় কেকেআর। সেখানে নারাইন ও রাসেলকে ফের সেই প্রশ্ন করা হয়। দুজনই হাসিতে ফেটে পড়েন। সেই ভিডিওটিও ভাইরাল হয়।


আরও পড়ুন: রাঁচির বাগানবাড়িতে কুকুরদের জন্য ধোনির ব্যবস্থা জানলে অবাক হতেই হবে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।