ফ্লোরিডা: কানাডা দল টিম ইন্ডিয়ার অনুপ্রেরণা। শুনতে অবাক লাগলেও অন্তত এমনটাই মত ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। কানাডার সাজঘরে পেপ টক দেওয়ার সময়ই উদ্ধৃতিটি করেন দ্রাবিড়।


শনিবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ১৫ জুন ফ্লোরিডায় ভারতীয় দলের কানাডার বিরুদ্ধে (IND vs CAN) মাঠে নামার কথা ছিল। তবে বৃষ্টির জেরে সেই ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি। ঘটনাক্রমে এটিই আবার দুই দলের শেষ গ্রুপ পর্বের ম্যাচও ছিল। টিম ইন্ডিয়া সুপার এইটে পৌঁছেলও, এই ম্যাচই চলতি বিশ্বকাপে কানাডার শেষ ম্যাচ ছিল। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলের লড়াই দেখা যায়নি বটে, তবে মাঠের বাইরে একে অপরের প্রতি সম্মান ফুট উঠল। বিশ্বক্রিকেটের তথাকথিত ছোট দল কানাডার ক্রিকেটারদের তাঁদের আত্মত্যাগের জন্য বাহবা দেন দ্রাবিড়।


সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দ্রাবিড়কে কানাডার সাজঘরে বলতে শোনা যায়, 'ধন্যবাদ আপনাদের। প্রথমত এই টুর্নামেন্টে আপনাদের অবদানের জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা প্রকৃতপক্ষেই আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আপনাদের ক্রিকেটের প্রতি ভালবাসায় কোনও খাদ নেই। আপনারা এই টুর্নামেন্ট খেলার জন্য যে পরিমাণ আত্মত্য়াগ করেছেন, এতদূর পর্যন্ত আসা, টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করা সবকিছুই বাহবা পাওয়ার যোগ্য। অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা।'


কানাডিয়ান দলকে পেপ টক দেওয়ার সময় কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, 'আমি এতটুকুই বলব যে আপনারা নিজেদের এই প্রচেষ্টা চালিয়ে যান। আপনারা বাকিদের তো বটেই, আপনাদের দেশের তরুণ ছেলে, মেয়েদের এই খেলাটা খেলার জন্য উদ্বুদ্ধ করছেন। ফলাফল যাই হোক না কেন, সেটার তেমন কোনও গুরুত্ব নেই। আপনারা নিঃসন্দেহে সকলের অনুপ্রেরণা এবং আপনাদের সাফল্যে বিশ্বক্রিকেটের জন্য সুখবর। ধন্যবাদ।'     


 






প্রসঙ্গত, গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সুপার এইটের মহারণে মাঠে নামবে ভারতীয় দল। সেই উদ্দেশে বার্বাডোজেও পৌঁছে গিয়েছেন রোহিত, হার্দিক, যশস্বীরা। বৃহস্পতিবার, ২০ তারিখ আফগানদের বিরুদ্ধে এরপর মাঠে নামবে টিম ইন্ডিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে কোহলির পরআপর ব্যর্থতার মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেলেন ব্যাটিং কোচ রাঠৌর