নয়াদিল্লি: ১৯ বছর আগে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছিলেন ব্রায়ান লারা (Brian Lara)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে ৪০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন লারা। প্রায় দুই দশক পেরিয়ে সেই রেকর্ড এখনও অব্যাহত। প্রথম শ্রেণির ক্রিকেটে লারার অপরাজিত ৫০১ রান প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বাধিক। সদ্যই বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের সর্বাধিক ওয়ান ডে শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন। লারার মতে তাঁর ৪০০ রানের এবং ৫০১ রানের রেকর্ডও ভবিষ্যতে ভাঙবে এবং এক ভারতীয়ই সেই রেকর্ড ভাঙবে বলে মনে করছেন লারা।


ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বলেন, 'শুভমন গিল (Shubman Gill) আমার দুই রেকর্ডই ভাঙতে পারে। ও পারবে। টেস্ট ক্রিকেটে ও নিঃসন্দেহে ৪০০ রানের গণ্ডি পার করতে পারবে। ক্রিকেটে, বিশেষ করে ব্যাটিংয়ে অনেক কিছু বদলেছে। ব্যাটাররা গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে। আইপিএল সবকিছু বদলে দিয়েছে। রান করার গতিও তাই বেড়েছে। তাই ভবিষ্যতে বড় বড় রান উঠতে থাকবে এবং আমরা কথা মিলিয়ে নেবেন, গিল বড় রান করবে।'


লারার মতে গিলই নতুন প্রজন্মের সর্বসেরা প্রতিভা। তিনি যোগ করেন, 'গিলই নতুন প্রজন্মের সবথেকে প্রতিভাবান ব্যাটার। ও আগামী দিনে ক্রিকেটবিশ্বকে শাসন করবে। আমার মতে ও অনেক বড় বড় রেকর্ড ভাঙবে।'


লন্ডনে শুভমন


৫০ ওভারের বিশ্বকাপ শেষের পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেললেও, সেই দলে বিশ্বকাপে ফাইনাল হারা ভারতীয় দলের একগুচ্ছ তারকা অনুপস্থিত ছিলেন। সিরিজ় খেলেননি দলের তরুণ ওপেনার শুভমন গিলও। তিনি আপাতত লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। এই ছুটির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গিল।


লন্ডনের রাস্তায় ট্রেন্ডি পোশাকে গিলের ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ় দেন গিল। তাঁর পরনে ছিল বাদামি রঙের ট্রেঞ্চ কোট ও নীল জিন্স। গিল অবশ্য নিজের অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেননি। ছবিগুলি তাঁদের গ্রুপের অংশ রাঘব শর্মা নামে একজন শেয়ার করেন। গিল কিন্তু একা নন, বিলেতে সম্প্রতি ভারতীয় দলের আরও দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকেও (Rohit Sharma) ছুটি কাটাতে দেখা গিয়েছে। রোহিত এবং কোহলি, উভয়কেই সপরিবারে লন্ডনে ছুটি কাটাতে দেখা যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: অজ়িদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুফল, টি-টোয়েন্টি বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণোই