মীরপুর: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে (Obstructing the field) আউট হলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। যা নিয়ে মীরপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হইচই পড়ে গেল।
বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে আউট হন মুশফিকুর। কাইল জেমিসনের একটি বলে রক্ষণাত্মক শট খেলার পর সেটি ডানহাত দিয়ে সরিয়ে দেন মুশফিকুর। নিউজ়িল্যান্ড তৎক্ষনাৎ আউটের আবেদন করে। তৃতীয় আম্পায়ার আহসান রাজা তাঁকে আউটই দেন।
মুশফিকুরের সমালোচনায় মুখর হন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, '৮০-র ওপর টেস্ট ম্যাচ খেলা একজন ক্রিকেটারের জানা উচিত এটা করা যায় না। প্র্যাক্টিসের অভ্যাসে অনেক সময় এরকম হয়। নেটে বোলারকে এভাবে বল ফেরত দেওয়া ব্যাটারদের রেওয়াজ। হতে পারে মুশফিকুর অসচেতনভাবে এটা করেছে। হাত বাড়িয়ে ফেলেছে। কিন্তু সেটা কোনও অজুহাত হতে পারে না।'
কিন্তু অনেকে প্রশ্ন তোলেন, কেন অবস্ট্রাকটিং দ্য ফিল্ড নিয়মের আওতায় আউট ঘোষণা করা হল মুশফিকুরকে। কেন তাঁকে 'হ্যান্ডলড দ্য বল' বা হাত দিয়ে বল থামানোর অপরাধে আউট দেওয়া হল না!
ঘটনা হচ্ছে, আগে ব্যাটার হাত দিয়ে অন প্লে বলকে থামালে তা 'হ্যান্ডলড দ্য বল' বা হাত দিয়ে বল থামানোর অপরাধ হিসাবে গণ্য হতো। কিন্তু ২০১৭ সালে সেই নিয়মে বদল হয়। এখন 'হ্যান্ডলড দ্য বল' বা হাত দিয়ে বল থামানোর অপরাধকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে বাধা দেওয়া হিসাবেই ধরা হয়।
বুধবার ঢাকায় বাংলাদেশ-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেই ঘটনা ঘটেছে। ব্যাটিংয়ের সময় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকানোয় তাঁকে আউট দেওয়া হয় (‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-র কারণে)। আর সেই ঘটনার ফলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেভাবে আউট হলেন মুশফিকুর। যে আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেভাবে বাংলাদেশের তারকা হাত দিয়ে বলটা আটকে দেন, তা নিয়ে হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। আবার ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে, এত অভিজ্ঞ খেলোয়াড় হয়েও কীভাবে এরকম শিশুসুলভ ভুল করলেন বাংলাদেশের তারকা?
আরও পড়ুন: চোট পেয়ে সতীর্থের কাঁধে মাঠ ছাড়তে বাধ্য হলেন পাক জাতীয় দলের ক্রিকেটার ! সমালোচনার ঝড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।