কলকাতা: তিনি বাংলা ক্রিকেটের 'চিরযুবক'। বয়স একচল্লিশ পেরিয়ে গিয়েছে। তবু, রঞ্জি ট্রফিতে তিনিই এখনও বাংলা দলের সেরা ব্যাটিং-ভরসা। রঞ্জি দলের নেতৃত্বও তাঁর হাতে।
সেই অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar) ময়দানে নতুন ইনিংস শুরু করলেন বুধবার। স্থানীয় ক্রিকেটে তিনি সই করলেন মোহনবাগান ক্লাবে (Mohun Bagan)। কালীঘাট ছেড়ে সবুজ-মেরুন জার্সি পরার সিদ্ধান্ত নিলেন ময়দানের রুকু।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিএবি পরিচালিত স্থানীয় ক্রিকেটের দলবদল ও ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। বুধবার, দশম দিনে ঘর গুছিয়ে নিল মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের মতো বেশ কয়েকটি দল। সব মিলিয়ে ৩৭৫ ক্রিকেটার সইপর্ব সারলেন।
তবে বুধবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন অনুষ্টুপ। যিনি রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কও। কালীঘাট ক্লাবের হয়ে খেলতেন। এবার খেলবেন মোহনবাগানে। সই করে অনুষ্টুপ বলেছেন, 'ফিট থাকাটাই আসল। ভাল দল গড়েছে মোহনবাগান। ভবানীপুর ক্লাব থেকে এক ঝাঁক ক্রিকেটার যোগ দিয়েছে। সঙ্গে মোহনবাগানের পুরনো প্লেয়াররাও রয়েছে। আশা করছি দারুণ যাবে মরশুম।' তাঁর অবসর নিয়ে ময়দানে জল্পনা ছিল। তবে অনুষ্টুপ যে এখনই ক্রিকেট কিট তুলে রাখছেন না, ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, 'এখনও অবসর নিয়ে ভাবিনি।'
আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়ল মোহনবাগান। গত মরশুমে ভবানীপুর ক্লাবে খেলা ক্রিকেটার বিবেক সিংহ, আমির গনি, শাকির হাবিব গাঁধী, দীপক কুমার, অভিষেক রামন, রাজকুমার পাল, অরিন্দম ঘোষ, রবি কুমার, প্রদীপ্ত প্রামাণিকদের সই করাল মোহনবাগান ক্লাব। বাংলার অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার কালীঘাট ক্লাব থেকে যোগ দিলেন সবুজ-মেরুন শিবিরে।
বড়িশা স্পোর্টিং ক্লাব ছেড়ে কালীঘাট ক্লাবে যোগ দিলেন কাজি জুনেইদ সইফি। ইস্টবেঙ্গল ছেড়ে মহমেডান স্পোর্টিংয়ে যোগ দিলেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও শ্রেয়ান চক্রবর্তী। বৈভব যাদব মহমেডান স্পোর্টিং ছেড়ে যোগ দিলেন কালীঘাট ক্লাবে। সায়ন ঘোষ ও বিকাশ সিংহ মোহনবাগান ছেড়ে সই করলেন কালীঘাট ক্লাবে।
দীপক কুমার মাহাতো ও রাহুল বাসফোর বড়িশা স্পোর্টিং ক্লাব ছেড়ে তপন মেমোরিয়াল ক্লাবে সই করলেন। ইস্টবেঙ্গল ছেড়ে তপন মেমোরিয়ানে গেলেন অয়ন গুপ্ত। অমিতোজ সিংহ ও অভিষেক দাস ইস্টবেঙ্গল থেকে গেলেন ভবানীপুরে। রোহিত কুমার, অনুরাগ তিওয়ারি ও শান্তনু মোহনবাগান থেকে গেলেন ভবানীপুরে।
তৌফিকউদ্দিন মণ্ডল মহমেডান থেকে গেলেন ভবানীপুরে। গীত পুরী, যুবরাজ দীপক কেসওয়ানি, মহম্মদ কাইফ টাউন ক্লাব থেকে গেলেন ভবানীপুরে। কালীঘাট ছেড়ে মহমেডানে সই করলেন প্রীতম চক্রবর্তী।
কালীঘাট ক্লাবে থেকে গেলেন কৌশিক ঘোষ, দেবপ্রতীম হালদার, দুর্গেশ কুমার দুবে, সায়ন শেখর মণ্ডল ও শুভম চট্টোপাধ্যায়। মোহনবাগানে থেকে গেলেন ঈশান পোড়েল ও প্রদীপ কুমার। সুদীপ চট্টোপাধ্যায়, গীতিময় বসু, অভিষেক বসু ও চিন্ময় জৈন মহমেডান স্পোর্টিংয়ে থেকে গেলেন।