কলকাতা: ময়দানের বাইশ গজে যুদ্ধের প্রস্তুতি শুরু। ঘর গোছানো শুরু করে নিয়েছে সব দল। আসন্ন মরশুমের জন্য সিএবি-র ক্রিকেটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দল বদল ও ক্রিকেটারদের সই পর্ব।

Continues below advertisement

শুক্রবার, ক্রিকেটার রেজিস্ট্রেশন পর্বের পঞ্চম দিন ক্লাব ক্রিকেটের বেশ কয়েকটি বড় নাম নিয়ে কৌতূহল ছিল। রাহুল প্রসাদ (Rahul Prasad) টাউন ক্লাবে (Town Club) যোগ দিলেন। সুদীপ কুমার ঘরামি (Gharami) যোগ দিলেন ইস্টবেঙ্গলে (East Bengal)। শক্তিশালী দল গড় লাল-হলুদ শিবির। সুদীপ ছাড়াও ঋতম ও কৌশিকও যোগ দিলেন ইস্টবেঙ্গলে।

২০২৫-২৬ ক্রিকেট মরশুমের পঞ্চম দিনে, শুক্রবার একাধিক নামী ক্রিকেটার দলবদল করলেন। ৩০ অগাস্ট আলিপুরের ধন ধান্য অডিটোরিয়ামে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনূর্ধ্ব ২৩ পুরুষদের বিভাগে সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন রাহুল প্রসাদ। গত মরশুমে তিনি খেলেছিলেন ঐক্য সম্মিলনীতে (Aikya Sammilani)। শুক্রবার তিনি সই করলেন টাউন ক্লাবে। আগামী স্থানীয় ক্রিকেটের মরশুমে তিনি খেলবেন টাউন ক্লাবের জার্সি পরে।

Continues below advertisement

ইস্টবেঙ্গল এক ঝাঁক নামী ক্রিকেটারকে সই করিয়ে শক্তিশালী দল গড়ল। মোহনবাগানের (Mohun Bagan) ঘর ভাঙল লাল-হলুদ শিবির। সবুজ-মেরুন তাঁবু থেকে সুদীপ কুমার ঘরামিকে সই করাল ইস্টবেঙ্গল। এছাড়া সৌরভ হালদারও মোহনবাগান ছেড়ে সই করলেন ইস্টবেঙ্গলে। আকাশ পাণ্ডেও সবুজ-মেরুন শিবির ছেড়ে সই করলেন লাল-হলুদ তাঁবুতে। কালীঘাট ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন কৌশিক মাইতি ও ঋতম পোড়েল। এছাড়া গত মরশুমে যাঁরা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন, এরকম ক্রিকেটারদের মধ্যেও অনেকে থেকে গেলেন লাল-হলুদ শিবিরে। সুমিত মোহান্ত, অয়ন ভট্টাচার্য, সৌরভ পাল, অগ্নিভ পান, কণিষ্ক শেঠ, সূরয সিন্ধু জয়সওয়াল, সাত্যকি দত্ত, সন্দীপন দাস, অরিন্দম ঘোষ, ইমন দত্ত ইস্টবেঙ্গলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

মোহনবাগান ছেড়ে কালীঘাটে যোগ দিলেন রণজ্যোৎ সিংহ খইরা। মোহনবাগান ছেড়ে টাউন ক্লাবে যোগ দিলেন অঙ্কুর পাল, অভিলীন ঘোষ ও সচিন কুমার যাদব। গত মরশুমে টাউন ক্লাবের হয়ে খেলেছিলেন শুভম সরকার, সুপ্রদীপ দেবনাথ, মিথিলেশ দাস, ঐশিক পটেল, পাপ্পু রায়, অভিজিৎ মুখোপাধ্যায়রা। তাঁরা এবারও টাউন ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

সব মিলিয়ে শুক্রবার ২৯১ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করালেন। ১৫ সেপ্টেম্বর শেষ হবে দলবদল ও ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব।