রাঁচি: মাঠে তিনি নাই বা থাকুন। তিনি কিছু করলেই তা খবরের শিরোনামে চলে আসে মুহূর্তের মধ্যেই। সামনেই আইপিএলের মেগা নিলাম। আর তার আগেই এবার নতুন হেয়ারস্টাইল নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুললেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। পাঁচ বছরের ওপরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন না। চার বছর আগে অবসর ঘোষণা করেছেন। শুধুমাত্র আইপিএল ছাড়া আর কোথাও দেখা যায় না ভারতের হয়ে ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে। কিন্তু তবুও তাঁর জনপ্রিয়তা একফোঁটাও কমেনি এখনও। এবার যেমন নতুন চুলের স্টাইলে চমকে দিলেন সবাইকে। 


চুল নিয়ে মাঝেমধ্যেই পরীক্ষা নীরিক্ষা করতে দেখা যায় ধোনিকে। গত আইপিএলের আগে নিজের লুকসে পরিবর্তন এনেছিলেন। নিজের কেরিয়ারের শুরুতে যেমন লম্বা চুলে আবির্ভাব হয়েছিল তাঁর বিশ্ব ক্রিকেটে, ঠিক সেই সোনালি লম্বা চুলের লুকস ফিরিয়ে এনেছিলেন। এবার নিলামের আগে সেই লম্বা চুল কাটিয়ে ফেললেন। একেবার নতুন মোহক ছাঁট চুলে। 


জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমই নতুন সাজ দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। আগেরবারই আলিম হাকিমের থেকেই নতুন চুলের ছাঁট দেখা গিয়েছিল ২ বারের বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের। আলিম হাকিমই তাঁর সোশ্যাল মিডিয়ায় ধোনির নতুন লুকসের ছবি পোস্ট করেছিলেন। 


 






উল্লেখ্য, আইপিএল রিটেনশন সংক্রান্ত নিয়মাবলীতে আনক্যাপড ক্রিকেটারদের সংক্রান্ত নিয়ম ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কোনও ক্রিকেটার, উক্ত আইপিএল মরশুমের আগের পাঁচ বছরে যদি কোনও আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন, বা তাঁর যদি বিসিসিআইয়ের সঙ্গে কোনও বার্ষিক চুক্তি না থাকে, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে। তবে এই নিয়মটা কেবলই ভারতীয় ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য। এই নিয়ম অনুযায়ী ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে কিন্তু আনক্যাপড ক্রিকেটার হিসাবেই গণ্য করা হবে।


এর ফলে ধোনিকে চার কোটি টাকাতেই আনক্যাপড হিসাবে রিটেন করতে পারবে সিএসকে। ধোনি নিজেও এমনটাই চাইছিলাম। এর অন্যথা হলে হয়তো তাঁর আইপিএল খেলা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হত। যদিও সিএসকের দাবি তাঁদের তরফে এই বিষয়ে ধোনির সঙ্গে এখনও কোনওরকম কথাবার্তা হয়নি।