মুম্বই: ঘরের মাঠে একদিন বাকি থাকতেই শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) দুরন্ত জয়। ৩৪৭ রানের বিরাট ব্যবধানে সিরিজ়ের একমাত্র টেস্টে ইংল্যান্ডকে হারায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ় জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারতীয় অধিনায়কের মতে ম্যাচে সবকিছুই পরিকল্পনামাফিকই হয়েছে। 


ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এই অনুভূতিটা দুর্দান্ত। এইভাবেই তো ম্যাচ জিততে হয়। সবকিছু পরিকল্পনামাফিকই হয়েছে। দলের প্রত্যেক সদস্যর এর জন্য বাহবা প্রাপ্য। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে এমন বল করার পরিকল্পনাই নিয়েছিলাম এবং সেইভাবেই নিজেদের প্রস্তুতিও সেরেছিলাম। সবাই নিজেদের ভূমিকা দারুণভাবে পালন করেছে।'


ম্যাচের দ্বিতীয় দিনশেষে ৪৭৮ রানে এগিয়ে ছিল ভারত। ম্যাচের তৃতীয় দিন আর ব্যাটিং করতে নামেনি ভারত। অধিনায়ক হরমনপ্রীত গত রানে ৪৪ রানে অপরাজিত থাকলেও নিজের অর্ধশতরানের দিকে না গিয়ে ইনিংস ডিক্লেয়ার করেন তিনি। ভারতীয় অধিনায়কের মতে ব্যক্তিগত হাফসেঞ্চুরির থেকেও দিনের শুরুর ৪০ মিনিটটা বল হাতে কাজে লাগানোটা অধিক প্রয়োজনীয় ছিল।


'প্রথম ৪০ মিনিটটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়টা কাজে লাগানোর প্রয়োজন ছিল। আমাদের মনে হয়েছিল ওই সময়টাতে আমরা যদি তিন, চারটে উইকেট তুলে নিতে পারি তাহলে সেটা ম্যাচ জেতার পথে আমাদের অনেকটাই এগিয়ে দেবে। আমি তো ভবিষ্যতে হাফসেঞ্চুরি, সেঞ্চুরি করার আরও অনেক সুযোগ পাব। পূজা আজ দারুণ বল করে। প্রতিটি বোলারই নিজেদের ভূমিকা দারুণভাবে পালন করে।' বলে জানান হরমনপ্রীত।


এই ম্যাচে ব্যাট হাতে ৬৭ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁর বিরুদ্ধে দুই ইনিংসেই ইংল্যান্ড ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেন। ম্যাচ শেষে নিজের সাফল্য়ের জন্য পিচ এবং অধিনায়ককে বাহবা দিচ্ছেন দীপ্তি। 


তিনি বলেন, 'আমরা এই টেস্ট ম্যাচের জন্য ভীষণভাবে অপেক্ষা করে ছিলাম। এই অনুভূতিটা দারুণ এবং আমরা কিন্তু আমাদের পরিরকল্পনা মতোই বোলিং করেছি। আমরা ম্যাচের প্রথম দিনে খুবই ঠান্ডা মাথায় ব্যাটিংটা করেছিলাম। পার্টনারশিপ গড়ার লক্ষ্যে ছিলাম। ব্যস এটুকুই। আমি বোলিং করার জন্য মুখিয়ে ছিলাম এবং নিজের উপর আস্থাও ছিল। হ্যারি দি (হরমনপ্রীত) আমাকে নিজের জায়গায় বল রাখার কথা বলছিল, পিচ থেকে তো মদত ছিলই। ও আমাদের পরের টেস্টেও এমনভাবেই বল করে যাওয়ার কথা বলে।'


আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব বদলে হৃদয়ভঙ্গ সূর্যর! প্রভাব সোশ্যাল মিডয়া ফলোয়ারের সংখ্যাতেও