মুম্বই: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএলে নজরকাড়া বোলিং করে তাঁর প্রচারের আলোয় আসা। ধারাবাহিকতার জন্য জাতীয় দলে সুযোগ। গত মরশুমে সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফি জয়ের অন্যতম নায়ক। ইডেন গার্ডেন্সে ফাইনালে বাংলার বিরুদ্ধেও তাঁর বোলিং প্রশংসিত হয়েছিল। মঙ্গলবার আইপিএলের নিলাম (IPL Auction)। তার আগে তাঁকে দলে নেওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজিই ওৎ পেতে বসে রয়েছে।
কিন্তু সেই চেতন সাকারিয়ার (Chetan Sakariya) কেরিয়ারের ওপরই যে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। এবং সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভুলে!
চেতনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে, আইপিএল নিলামের আগে এরকমই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামের আগে যা দেখে হতচকিত হয়ে গিয়েছিল সব ফ্র্যাঞ্চাইজি দলই। তবে পরে জানা যায়, সাকারিয়ার নাম ভুলবশত ওই তালিকায় যোগ হয়েছিল। তাঁর অ্যাকশন নিয়ে কোনও সমস্যা নেই।
শোনা গিয়েছিল, ২০২৪ সালের আইপিএল নিলামের আগে সাকারিয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাকারিয়ার বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলা হয়েছিল। তবে সেই রিপোর্টে সৌরাষ্ট্র বোলারকে বোলিং করতে নিষেধ করা হয়নি। বলা হয়েছিল, তাঁর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়েছে। নিলামের আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে বোর্ড জানিয়ে দেয় যে, সাত বোলারের অ্যাকশন সন্দেহজনক। এই তালিকায় ছিল চেতন সাকারিয়ার নাম।
সন্দেহজনক বোলারদের তালিকায় মোট সাত বোলারকে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। যাদের মধ্যে ছিল চেতন সাকারিয়ার নাম। চেতন সাকারিয়া ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। একটি ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে মোট ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। তবে কখন তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে তা কেউ জানতে পারেননি। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থাও এ ব্যাপারে অন্ধকারে ছিল।
পরে জানা যায়, সাকারিয়ার বোলিং অ্যাকশন নিয়ে কোনও সমস্যাই নেই। ভুলবশত তাঁর নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। পরে তা সংশোধন করে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে আইপিএল নিলামের আগে এত বড় একটা ভুল হল, যেখানে একজন ক্রিকেটারের কেরিয়ার নিয়ে সংশয় তৈরি হয়ে যায়, সেই প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: দীপ্তির স্পিনের ফাঁদে অসহায় আত্মসমর্পণ, ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে