নয়াদিল্লি: ফুটবলে নিয়মবর্হিভূত কাজ করার জন্য রেফারি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখা খেলোয়াড়কে সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। এবার ক্রিকেটেও এমনই নিয়ম চালু হতে চলেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (Caribbean Premier League) উদ্যোক্তরা আসন্ন মরশুমেই টুর্নামেন্টে এই অভিনব নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এক্ষেত্রে নিয়মবর্হিভূত আচরণ নয়, সম্পূর্ণ ভিন্ন কারণে মাঠ ছাড়তে হতে পারে ক্রিকেটারদের।


সাম্প্রতিককালে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করার জন্য বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যার মধ্যে অন্যতম হল যে নির্ধারিত সময়ের বাইরে যে ওভারগুলি করা হবে, সেই ওভারগুলিতে একটি অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজের মধ্যে রেখেই বল করতে হবে। এছাড়াও খেলোয়াড়দের ম্যাচ থেকে প্রাপ্ত বেতনও কাটা হয়ে থাকা। তবে এবারের সিপিএলে (CPL 2023) এই সমস্যার সমাধান করতে আরও অভিনব এক উদ্যোগ নিলেন উদ্যোক্তরা।


এই নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি ১৮তম ওভার শুরু করা না যায়, তাহলে একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু না করা যায়, তবে আরও একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। আর যদি ২০তম ওভারেও এই ধারা বজায় থাকে, তবে একজন ফিল্ডারকে সম্পূর্ণভাবেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই গোটা বিষয়টাই নতুন। আর আগে কোনও ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু এমন নিয়ম দেখা যায়নি। সেক্ষেত্রে এক সম্পূর্ণ নতুন নিয়ম দেখা যাবে আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তবে শুধু বোলিং দল নয়, সময় নষ্ট করলে শাস্তি পেতে হবে ব্যাটিং দলকেও। ব্যাটিং দল সময় নষ্ট করলে প্রতিপক্ষকে পাঁচ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে।


 






এই বিষয়ে কথা বলতে গিয়ে সিপিএল টুর্নামেন্টে অপারেশনস ডিরেক্টর মাইকেল হল বলেন, 'আমাদের টি-টোয়েন্টি ম্যাচগুলির সময় প্রতিবছরই বেড়ে চলেছে, যা আমাদের ভীষণই হতাশ করছে। এই ধারাটা বন্ধ করার জন্য যা করণীয়, আমরা তেমন সিদ্ধান্ত নিতে তৎপর। ক্রিকেটের সঙ্গে যারা জড়িত, তাদের দায়িত্ব যে ম্যাচ যেন এক জায়গায় দীর্ঘক্ষণ স্থায়ী না হয়ে থাকে। আমরা ফ্র্যাঞ্চাইজি এবং ম্যাচ আধিকারিকদের এই বিষয় জানিয়ে দিয়েছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ হেরে দলের ব্যাটিং গভীরতা নিয়ে উদ্বেগ প্রকাশ দ্রাবিড়ের