সেন্ট লুসিয়া: আইপিএলে কোনওদিন ট্রফি জেতেনি পাঞ্জাব কিংস। যে দল পরিচিত প্রীতি জিন্টার দল হিসাবে। আইপিএল শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) হিসাবে। কিন্তু ট্রফি না জেতায় ভাগ্য বদলের জন্য দলের নাম বদলে ফেলা হয়েছিল। গত আইপিএলের আগে পাল্টে ফেলা হয়েছিল দলের জার্সিও। কিন্তু তাও ট্রফির কপাল খোলেনি। 


ট্রফির খরা অবশেষে কাটল প্রীতি জিন্টাদের। তবে আইপিএলে নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল প্রীতির দল সেন্ট লুসিয়া কিংগ (Saint Lucia Kings)। আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল সলমন খানের (Salman Khan) বহু পুরনো এক সোশ্যাল মিডিয়া পোস্ট।


সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট লুসিয়া কিংগ। তারপরই ভাইরাল হয়েছে ভাইজানের পুরনো ট্যুইট (অধুনা এক্স)।   


সাল ২০১৪। সেবারই আইপিএল জয়ের সবচেয়ে কাছাকাছি এসেছিল পাঞ্জাব কিংস। ফাইনালে উঠেছিল প্রীতির দল। তবে বেঙ্গালুরুতে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় পাঞ্জাবের।     


২০১৪ সালের আইপিএলে প্লে অফে ওঠার পর কোয়ালিফায়ার ওয়ানে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৮ রানে হেরে যায় পাঞ্জাব। তবে কোয়ালিফায়ার টুয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাঞ্জাব। ফাইনালে ঋদ্ধিমান সাহার দুরন্ত সেঞ্চুরি সত্ত্বেও হেরে যায় পাঞ্জাব। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয় প্রীতিদের।


আরও পড়ুন: পুজোর শুরুতেই মন খারাপের খবর, অবসর ঘোষণা জিমন্যাস্টিক্সের ছবি পাল্টে দেওয়া বাঙালি কন্যার


পাঞ্জাব সেবার যখন প্লে অফের ম্যাচ খেলছিল, সলমন খান ট্যুইট করেছিলেন, 'জিন্টার দল জিতল কি?' সেই ট্যুইট ভাইরাল হয়েছিল। ১২ বছর পর যখন সিপিএলে প্রীতির দল ট্রফি জিতল, তখন ১২ বছর আগে সলমনের সেই ট্যুইট ফের ভাইরাল। অনেকেই সেই ট্যুইটটি পুনরায় শেয়ার করছেন। 


 






প্রসঙ্গত, সেন্ট লুসিয়া কিংগের মালিকানা প্রীতির সঙ্গেই রয়েছে নেস ওয়াদিয়া, মোহিত বর্মন ও করণ পালের হাতে। সোমবার ফাইনালে তারা ৬ উইকেটে হারায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।




আরও পড়ুন: পুজোর মুখে বড় ধাক্কা খেল মোহনবাগান, বাতিল হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।