সিডনি: চ্য়াম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। পিঠের চোটের জন্য টুর্নামেন্টের আগেই ছিটকে গেলেন তারকা অজি অলরাউন্ডার। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, আসন্ন আইপিএলেও লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে হয়ত দেখা যাবে না মার্শকে। বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) সাতটি ইনিংসে মোট ৭৩ রান করেছিলেন। অফফর্মের জন্য জায়গা হারাতে হয় মার্শকে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যু ওয়েবস্টার জায়গা পান মার্শের পরিবর্ত হিসেবে। সিরিজের বাকি ম্য়াচগুলো খেললেও অজি অলরাউন্ডারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিলই। এবার পাকাপাকি ছিটকেই গেলেন মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বিগ ব্যাশ লিগের ম্য়াচ খেলেছিলেন মার্শ ৭ জানুয়ারি। কিন্তু পরে বিবিএলের তিনটি ম্য়াচ থেকে বিশ্রাম নেন মার্শ। মানসিক ও শারীরিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করতে চেয়েছিলেন। তবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে মার্শের ছিটকে যাওয়ার খবর জানিয়েছেন। 

অস্ট্রেলিয়া এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। সেই সিরিজে স্টিভ স্মিথের নেতৃত্বে খেলছে অজি শিবির। প্যাট কামিন্সের চোট থাকায় তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে নির্বাচক মণ্ডলীর প্রধান জর্জ বেইলি এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমাদের আপাতত অপেক্ষা করতে হবে। প্যাটের স্ক্যান রিপোর্ট দেখার পরই পুরো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সেই মতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঁর উপস্থিতির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা দিতে পারব।''

বর্ডার গাওস্কর ট্রফিতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। বল হাতে মোট ১৬৭ ওভার করেছেন পাঁচটি ম্য়াচে। মোট ২৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কামিন্সের নেতৃত্বেই খেতাব ঘরে তোলে অস্ট্রেলিয়া শিবির। এমনকী সেই বছরেই টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালেও জয় ছিনিয়ে নিয়েছিল কামিন্সের অস্ট্রেলিয়া দল। ভারতকে দুবারই ফাইনালে হারিয়ে দেয় তাঁরা। 

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে গলে শতরানের ইনিংস খেলেছেন স্মিথ। ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। টেস্টে ১০ হাজার রান পূরণ করেছেন স্মিথ গলেই। অন্য়দিকে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন উসমান খাওয়াজা। কেরিয়ারের প্রথম টেস্ট দ্বিশতরান করার ফাঁকেই নজিরও গড়েছেন। ডন ব্র্যাডম্য়ানকে ছুঁয়েছেন।

আরও পড়ুন: ১৫ বল খেলে ঝুলিতে মাত্র ৬ রান, বিরাটের অফস্টাম্প ছিটকে দিলেন রেলের পেসার