নয়াদিল্লি: রঞ্জি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হল না বিরাট কোহলির জন্য। গত দুদিন ধরে অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ম্য়াচ যেন আন্তর্জাতিক ম্য়াচের আকার নিয়েছে। কোহলিকে দেখার জন্য হাজার হাজার ক্রিকেট সমর্থক মাঠ ভরিয়েছিলেন বৃহস্পতিবার। শুক্রবার বিরাটের ব্যাট করতে নামার সম্ভাবনা ছিলই। তার জন্যই এদিনও মাঠে এসেছিলেন অসংখ্য বিরাট প্রেমী। কিন্তু তাঁদের হতাশ হতে হল। ব্যাট হাতে মাত্র ১৫ বল ক্রিজে টিকলেন কোহলি। রান করলেন মাত্র ৬ রান। ইংল্যান্ডে বারবার খোঁচা দিয়ে আউট হচ্ছিলেন। রঞ্জি প্রত্যাবর্তন ম্য়াচে বিরাটের অফস্টাম্প ছিটকে দিলেন রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ান।
এদিন তিন নম্বর স্লটে ব্যাট করতে নেমেছিলেন দিল্লির হয়ে। ওপেনার যশ ধূলের আউট হওয়ার পরই বিরাট মাঠে ঢোকেন ব্যাট হাতে। গোটা গ্যালারি তখন চিৎকারে ফেটে পড়ে। অনেকেই বিরাটের জন্য প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। শুরুতে কয়েকটি বলে ডিফেন্স করেন। বেশ কয়েকটি বল সুন্দরভাবে ছেড়েও দেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপর হিমাংশুকে একটি স্ট্রেট ড্রাইভে বাউন্ডারিও হাঁকান। কিন্তু পরের বলেই নিঁখুত ইনস্যুইংগারে বিরাটের অফস্টাম্প ছিটকে দেন হিমাংশু। ব্যাট ও প্যাডের এতটাই ফাঁক ছিল যে তা স্টাম্প ছিটকে দেন। গোটা গ্যালারি অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারেননি যে প্রিয় তারকা এত দ্রুত আউট হয়ে যাবেন। তাও রেলওয়েজের কোনও এক অনামী পেসারের বলে।
রঞ্জি খেলার ফাঁকেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছিলেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বৃহস্পতিবারই নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন। সেই ছবিতে তাঁর এবং জগদীপ ধানকড়ের সঙ্গে কোহলিকেও দেখা যাচ্ছে। উল্লেখ্য, দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচের প্রথম দিন দর্শকদের মধ্যেকার উন্মাদনা দেখে অভিভূত দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা। তাই ম্যাচের দ্বিতীয় দিন থেকে আক দশ হাজার নয়, ২৫ হাজার মতো সমর্থকরা মাঠে প্রবেশ করতে পারবেন। খুলে দেওয়া হয়েছে আরও একাধিক গেট। এদিনই ডিডিসিএ কোহলিকে এক বিশেষ সংবর্ধনা দেবে বলেও শোনা যাচ্ছে। ভারতের হয় শতাধিক টেস্ট খেলার জন্যই কিং কোহলি-কে সম্মান জানাচ্ছে ডিডিসিএ। তবে ব্যাট হাতে রঞ্জি প্রত্যাবর্তনে ব্যর্থতা কিছুটা চাপ অনুভব করবেন কিং কোহলি। আসন্ন ওয়ান ডে সিরিজে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের মধ্যে ফেরেন কি না কিং কোহলি, তা দেখার।