দুবাই: ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের মধ্যে নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) বেশ সুখ্যাতি রয়েছে। মাঠে নিজের পারফরম্যান্স তো বটেই, নিজের স্টাইল স্টেটমেন্টেও নজর কাড়েন হার্দিক। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচে হার্দিক পাণ্ড্যর হাতঘড়ি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বোলিংয়ের সময় তাঁকে তাঁর নন বোলিং হ্যান্ড অর্থাৎ বাম হাতে এক কালো দস্তানাও পরে থাকতে দেখা গিয়েছে। এই নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই।
কী এই কালো দস্তানা? এর কার্যকারিতাই বা কী? বিশেষ ধরনের এই দস্তানাটিকে ‘এমসিপি গ্লাভস’ বলে। এর পুরো নাম ‘মেটাকার্পোফ্যানেনজিয়াল গ্লাভস’। হাতের চোট এড়াতেই প্রতিরোধ হিসাবে এই বিশেষ দস্তানা পরে বোলিং করেন হার্দিক। তবে ক্রিকেটের নিয়ম অনুযায়ী এই দস্তানা কেবল বোলিংয়ের সময়ই ব্যবহার করা যায়। ফিল্ডিংয়ের সময় বাড়তি সুবিধা যাতে না পাওয়া যায়, সেই কারণে কিন্তু ফিল্ডিংয়ের সময় তাঁকে এই দস্তানা হাত থেকে খুলে রাখতে হয়।
পাকিস্তানের বিরুদ্ধে ওই একই ম্যাচে হার্দিকের পরিহিত হাতঘড়ি নিয়েও কিন্তু চর্চার কমতি নেই। ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে ক্রিকেটারদের প্রতিটা মুভের দিকে নজর থাকে সকলের। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে হার্দিক পাণ্ড্য বাবর আজমের মহামূল্যবান উইকেটসহ মোট দুইটি সাফল্য় পান। তবে ম্যাচে তাঁর পারফরম্যান্স থেকেও বেশি নজর কাড়ে তাঁর হাতঘড়ি। হার্দিককে এর আগেও বিভিন্ন দামি দামি ঘড়ি পড়তে দেখা গিয়েছে। এমনকী তাঁকে ঘড়ির জেরেই একবার কাস্টমসের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল।
রবিবার হার্দিকের পরিহিত এই ঘড়িতে কী এমন রয়েছে যা নিয়ে এত হইচই পড়ে গিয়েছে? কমলা রঙের বেল্টওয়ালা হার্দিকের এই ঘড়িটি রিচার্ড মিলের। রিচার্ড মিলের আরএম২৭-০২ সিএ এফকিউ ট্যুরবিলিয়ন রাফায়েল নাদাল স্কেলেটন ডায়েলর ঘড়িটি লিমিটেড এডিসনের। দুরন্ত পারফরম্যান্স এবং টেকসই এই ঘড়িটি গোটা বিশ্বে মাত্র ৫০টি রয়েছে। এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা। এই কারণেই হার্দিক পাণ্ড্যর এই ঘড়িটিকে ঘিরে এত মাতামাতি।
আরও পড়ুন: আয়োজক পাকিস্তান হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরোয়া দলের সুবিধা পাচ্ছে ভারত! সরব প্রাক্তনীরা