দুবাই: মাঠে হোক বা রাস্তাঘাটে, ঘাড় সব সময় সোজা রাখুন। না হলে ঘাড়ধাক্কা খেয়ে যেতে পারেন।


লেখা হল রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের বিখ্যাত এক ঘটনা। রবিবারের ম্যাচে যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেটবিশ্বে।


কী সেই ঘটনা?


দুবাইয়ে শুভমন গিলকে (Shubman Gill) বোল্ড করে চোখের ইশারায় ঘাড় নেড়ে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন পাক লেগস্পিনার আব্রার আমেদ (Abrar Ahmed)। যে কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। আব্রার প্রবল সমালোচনার শিকার। পাক স্পিনারকে উদাহরণ করে সচেতনতা তৈরির চেষ্টা করল রাজ্য পুলিশও। সঙ্গে তাঁকে ধিক্কারও জানানো হল ভাইরাল এক গান ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে। কী সেই গান? ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। 


 



২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাক দ্বৈরথে যশপ্রীত বুমরার করা সেই কুখ্যাত নো বল মনে করিয়ে দিচ্ছে যে ঘটনা। ফখর জামানকে আউট করার পরেও নো বল করেছিলেন বুমরা। বেঁচে যান ফখর। পরে তিনিই ম্যাচ জিতিয়ে দেন পাকিস্তানকে। পরে বুমরার সেই ওভারস্টেপিং নিয়ে পুলিশ সচেতনতামূলক প্রচারে ব্যবহার করে বিতর্ক তৈরি করেছিল। এবার এক পাক ক্রিকেটারের কাণ্ড নিয়ে পুলিশের সচেতনতার প্রচার।


আরও পড়ুন: সেঞ্চুরির পরই বিশেষ উপহার পেলেন কোহলি, মাঠে না থেকেও মন জিতলেন কে?


রাজ্য পুলিশ পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে চেয়েছে। আব্রারের ঘাড় নাড়ানোর ভিডিও পোস্ট করে তাই লেখা হয়েছে, 'মাঠে হোক বা রাস্তাঘাটে, ঘাড় সব সময় সোজা রাখুন। না হলে ঘাড়ধাক্কা খেয়ে যেতে পারেন।' সেই সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।


রবিবার দুবাইয়ে ১৮তম ওভারে বল করতে এসে তৃতীয় ডেলিভারিতেই শুভমনকে বোল্ড করে দেন আব্রার। তাঁর বল বেশ কিছুটা টার্ন করার পাশাপাশি বাড়তি বাউন্সও করে। ভেঙে দেয় গিলের অফস্টাম্প। আর গিল বোল্ড হতেই দৌড়ে সতীর্থদের দিকে যান আব্রার। তারপরই দুই হাত বুকের কাছে আড়াআড়িভাবে রেখে চোখের ইশারায় গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন পাক লেগস্পিনার। তা নিয়েই বিতর্ক। কারণ, পাকিস্তান তখন ম্যাচে কোণঠাসা। অথচ হারের মুখে দাঁড়িয়েও সেলিব্রেশনে যেন চ্যাম্পিয়ন হওয়ার আবেগ দেখিয়ে ফেলেন পাক স্পিনার। যা নিয়ে ওয়াসিম আক্রমের মতো পাক কিংবদন্তিও ক্ষুব্ধ।


আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার