দুবাই: রান পাচ্ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল কোনও কোনও মহল থেকে। সব সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন কোহলি। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন কোহলি। তাঁর দাপটেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত।
ওয়ান ডে কেরিয়ারের ৫১তম সেঞ্চুরি করার পরই বিশেষ এক উপহার পেলেন কোহলি। স্ত্রী অনুষ্কার থেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) স্ত্রীকে নিয়ে যাননি কোহলি। ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের নিয়ে যাওয়া নিয়ে এমনিতেও বেশ কড়াকড়ি করেছে বোর্ড। যদিও রোহিত শর্মা স্ত্রী রীতিকাকে নিয়ে গিয়েছেন। তবে বিরাটের সঙ্গে যাননি অনুষ্কা।
রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা শর্মা বিরাটের একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে ভারত ম্যাচ জেতার পর বিরাট থাম্বস আপ দেখাচ্ছেন ক্যামেরার দিকে। বিরাটের সেই ছবি ইনস্টা স্টোরিতে দিয়ে তার সঙ্গে ক্যাপশনে দুটো নমস্কারের ইমোজি দেন অনুষ্কা। সেখানেই শেষ নয়। একটি লাল হার্ট ইমোজিও পোস্ট করেন তারকা অভিনেত্রী। বুঝিয়ে দেন স্বামীর এই সাফল্যে তিনি গর্বিত।
আরও পড়ুন: শুভমন বোল্ড হতেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাকিস্তানের স্পিনার
৫১তম সেঞ্চুরি করার পর সমালোচকদের একহাত নিয়েছেন কোহলি। ঘুরিয়ে শুনিয়ে দিয়েছেন, কে কী বলল তা নিয়ে তিনি চিন্তিত নন। ওয়ান ডে ক্রিকেট থেকে কোহলির অবসর নেওয়া উচিত বলে জোর চর্চা চলছিল। কোহলির ব্যাটে ধারাবাহিকতার অভাব সমালোচনাকে আরও তীব্র করেছিল। যদিও সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়ে কোহলি সাফ বলেছেন, 'আমি এভাবেই ওয়ান ডে ক্রিকেট খেলি। আমি নিজের খেলাটা খুব ভাল বুঝি। বাইরের কথায় কান দিই না। নিজের জগতে থাকি। নিজের প্রাণশক্তি ও চিন্তাভাবনার যত্ন নিই।'
সেই সঙ্গে কোহলি বলেছেন, 'প্রত্যাশার চাপে পড়ে যাওয়াটা খুব সহজ। আমার কাজ হল বর্তমানে থাকা আর দলের জন্য সঠিক কাজটা করা। আমি মাঠে প্রত্যেক বলে ১০০ শতাংশ দিতে চাই। সেটাই নিজেকে বলি। তাহলেই ঈশ্বর পুরস্কার দেবেন। স্বচ্ছতা থাকা গুরুত্বপূর্ণ। এটা বোঝা জরুরি ছিল যে, বলের গতি থাকতে থাকতে রান করতে হবে। তা না হলে স্পিনাররা দাপট দেখাতে শুরু করবে।'
ভারত ২ ম্যাচে চার পয়েন্ট এবং +০.৬৪৭ নেট রান রেট নিয়ে গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গিয়েছে। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ রবিবার, ২ মার্চ। সেদিন দুবাইয়ে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত।