দুবাই: ছোটবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma) বলেছিলেন যে ছাত্র ঠিক পাকিস্তান ম্য়াচে বড় রান করবেন। ঠিক, তেমনটাই হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই গুচ্ছ গুচ্ছ রেকর্ড গড়ে ফেলেছিলেন বিরাট কোহলি। কিন্তু তার থেকেও বড় কথা গোটা ম্য়াচে যেভাবে হ্যারিস রউফ, নাসিম শাহ, আব্রার আহমেদদের চাপে রাখলেন, তা দেখে হতাশ হয়ে গিয়েছিলেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানও। তাঁর গলাতেও সেই হতাশার সুর স্পষ্ট শোনা গেল।

সাংবাদিক বৈঠকে এসে বিরাটের ইনিংসের বর্ণনা দিতে গিয়ে রিজওয়ান বলেন, ''প্রথমেই আমি বিরাটকে নিয়ে এটাই বলতে চাই যে কী অসাধারণ ফিটনেস ওঁর। নিজে কঠোর পরিশ্রম করেছে। গোটা বিশ্ব বলছে যে ওঁ নাকি ফর্মে নেই। অথচ ঠিক বড় ম্য়াচে দুর্দান্তভাবে ম্য়াচে ফিরল। গোটা বিশ্বের সমীহ আদায় করে নিল। ব্যাটে বলে দারুণ সংযোগ হচ্ছিল ওঁর। আমরা এই বিষয়টাই একেবারে চাইনি। কিন্তু আমাদের থেকে ধীরে ধীরে ম্য়াচটা বিরাট একাই কেড়ে নিয়ে গেল।''

৩৬-এর বিরাট কোহলির ফিটনেসেরও দরাজ সার্টিফিকেট দিলেন পাক অধিনায়ক। রিজওয়ান বলছেন, ''কোহলির ফিটনেসের প্রশংসা করতেই হয়। ওঁ একজন পেশাদার ক্রিকেটার। নিজেকে সর্বোচ্চ পর্যায়ে খেলানোর জন্য রীতিমত খাটনি করেছে। আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম বিরাটকে আউট করার। কিন্তু আমাদের বোলারদের সামনে ও খুব সহজেই পারফর্ম করেছে। এত বড় ম্য়াচে জিততে হলে সব বিভাগেই আমাদের ভাল খেলতে হত। কিন্তু একমাত্র আব্রারের বোলিং বাদ দিলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনও ডিপার্টমেন্টেই আমরা সাফল্য পাইনি সেভাবে।''

কোন অঙ্কে এখনও সেমিতে যেতে পারে পাকিস্তান?

পাকিস্তান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ বাদ দিয়ে ভারত দুটো ম্য়াচ জিতে সেমির টিকিট পাকা করেছে। কিউয়িরা প্রথম ম্য়াচে জিতেছে। আজ ২৪ ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান শিবির চাইবে কিউয়িরা যাতে তাদের বাকি দুটো ম্য়াচ অর্থাৎ আজকের বাংলাদেশ ও ২ তারিখ ভারতের বিরুদ্ধে ম্যাচে হেরে যায়। তবে তাঁদের ২ পয়েন্ট হবে তিন ম্যাচ থেকে। অন্য়দিকে পাকিস্তানকে তাঁদের গ্রুপের শেষ ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে ভারত বাদে বাকি দলগুলোর মধ্যে রান রেটের তফাৎ দেখা হবে। সেখানেই বাবররা নিউজিল্যান্ড ও বাংলাদেশকে টেক্কা দিয়ে শেষ চারে জায়গা করে নিতে পারে।