দুবাই: তিনশো বলের খেলা। তার মধ্যে ১৫২টি ডট বল!


দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। গোটা ইনিংসে ১৫২টি বলে কোনও রান করেনি পাকিস্তান। ওভারের হিসেবে ধরলে, ৫০ ওভারের মধ্যে ২৫ ওভারেরও বেশি কোনও রান করতে পারেনি পাকিস্তান। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়।


পরিসংখ্যান বলছে, মহম্মদ শামি ৮ ওভারে ২৫টি ডট বল করেছেন। ৭.৪ ওভারে ২৯টি ডট বল করেন হর্ষিত রানা। ৮ ওভারে ৩১টি ডট বল করেন হার্দিক পাণ্ড্য। ২৫টি করে ডট বল করেছেন অক্ষর পটেল ও কুলদীপ যাদব। দুজনের মধ্যে অক্ষর নিজের কোটার ১০ ওভার সম্পূর্ণ করেন। কুলদীপ ৯ ওভার বল করেন। রবীন্দ্র জাডেজা ৭ ওভার হাত ঘুরিয়ে ১৭টি ডট বল করেন।


মহম্মদ রিজওয়ান, সউদ শাকিলের মতো তারকাদের মন্থর ব্যাটিং দেখে হতাশ পাক ক্রিকেটপ্রেমীরা। সাত নম্বরে নেমে ৩৯ বলে ৩৮ রান করেন খুশদিল শাহ। আগের ম্যাচের মতোই আগ্রাসী ব্যাটিং করেন তিনি। প্রায় একশো স্ট্রাইক রেটে রান করেন খুশদিল। পাকিস্তানের বাকি ব্যাটারদের ব্যাটিং করার ধরন যেন প্রাগৌতিহাসিক।


আরও পড়ুন: পাকিস্তানের বুকে বেজে উঠেছিল ভারতের জাতীয় সঙ্গীত! আইসিসি-র কাছে জবাবদিহি চাইল পিসিবি


প্রথম ২০ ওভারের মধ্যেই ৮০টি ডট বল খেলেন পাক ব্যাটাররা। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়। এক পাক ক্রিকেটপ্রেমী তো হতাশায় লিখেই দিয়েছেন, 'আজ পাকিস্তান হেরে গেলেই ভাল। এ যেন সেই নব্বইয়ের দশকের ব্যাটিং দেখছি।'


 






 






 






আর এক ক্রিকেটপ্রেমী ঘুমনোর জআইএফ পোস্ট করে লিখেছেন, 'রিজওয়ান ও সউদের ব্যাটিং দেখতে দেখতে এই অবস্থা আমার।'


আরও পড়ুন: আইপিএলের এক মাস আগে প্রস্তুতি শুরু কেকেআরের, কারা যোগ দিলেন অনুশীলনে?