লাহৌর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Australia vs England) ম্যাচের আগে পাকিস্তানের মাটিতে বেজে উঠেছিল ভারতের জাতীয় সঙ্গীত (Indian National Anthem)। পাকিস্তান যে বিষয়টি ভালভাবে নেয়নি, তা পরিষ্কার করে দিল। কারণ, আইসিসি-র কাছে জবাবদিহি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে শনিবার ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ঠিক সময়েই বাজে। সমস্যা হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের সময়। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে আচমকাই বেজে ওঠে জন গণ মন। তাতেই হইচই পড়ে যায়। 


জানা গিয়েছে, গোটা ঘটনায় অখুশি পিসিবি। দায় চাপানো হচ্ছে আইসিসি-র ঘাড়ে। পিসিবি-র এক কর্তা বলেছেন, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি-র টুর্নামেন্ট, জাতীয় সঙ্গীতের প্লে লিস্টও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাই জোগান দেয়। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্বও আইসিসি-র। পাকিস্তানে ভারত কোনও ম্যাচই খেলছে না। তারপরেও পাকিস্তানের মাঠে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হল, তা জানতে চেয়েছে পিসিবি।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মধ্যেই মাঠ ছাড়লেন তারকা! মাথায় হাত ভারতের ক্রিকেটপ্রেমীদের


আইসিসি যদিও জানিয়েছে, পুরোটাই প্রযুক্তিগত সমস্যা। এ নিয়ে দুবার আইসিসি-র কাছে জবাবদিহি চাইল পিসিবি। এর আগে দুবাইয়ে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে অফিশিয়াল ব্রডকাস্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। মনে করিয়ে দেওয়া যাক, আইসিসি চেয়ারম্যান এখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ।


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সাত দেশের জাতীয় পতাকা থাকলেও ভারতের পতাকা ছিল না । সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়। আবার সেই পাকিস্তানেরই আর এক স্টেডিয়ামে হঠাৎই বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। ঘটনাটি ঘটে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচ শুরুর আগে । নবনির্মিত গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।


ম্যাচে টসের পর খেলা শুরুর ঠিক আগে নিয়ম করে দুই প্রতিযোগী দলের জাতীয় সঙ্গীত বাজানো হয় । ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া (AUS vs ENG), দুই দলেরই তারকা ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গাইতে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন । জস বাটলারদের জাতীয় সঙ্গীত সঠিকভাবেই বাজে । তারপর স্টিভ স্মিথদের জাতীয় সঙ্গীতের বদলে স্টেডিয়ামে বেজে ওঠে ভারতীয় জাতীয় সঙ্গীত 'জন গণ মন' ।


আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দলের সেরা পেস অস্ত্র! দেখেই জয়ধ্বনি জনতার