মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকেই গেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের ব্যথার জন্যই আসন্ন মেগা টুর্নামেন্টে খেলা হবে না ডানহাতি পেসারের। ফিটনেস ইস্যু নিয়েই মাথা ব্যথা ছিল। তবুও নির্বাচকরা শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। আজ মঙ্গলবার অবশেষে বোর্ডের তরফে বিবৃতিতে জানিয়ে দেওয়া হল যে বুমরা খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি। সম্ভাবনা মতই তাঁর পরিবর্ত হিসেবে দলে ঢুকে পড়লেন হর্ষিত রানা।
বর্ডার গাওস্কর ট্রফিতে খেলার সময় সিডনি টেস্টেই চোট পেয়েছিলেন পিঠে। এরপর থেকে আর মাঠে ফিরতে পারেননি। পিঠের নীচের দিকে চোটে কাহিল হতে হয়েছিল বুমরাকে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে বুমরার রিহ্যাব চলছিল। তাঁকে বোলিংও করতে দেখা যায় সেখানে নেটে। কিন্তু খুব একটা স্বস্তিতে ছিলেন বলে মনে হচ্ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড প্রাথমিকবাবে ঘোষণা হওয়ার সময় বুমরাকে রাখা হয়েছিল। কিন্তু তাঁর ব্যাক আপ হিসেবে হর্ষিত রানাকেও রেখেছিল নির্বাচক কমিটি। ১১ ফেব্রুয়ারি শেষ দিন ছিল বুমরার ফিটনেস রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। তারকা পেসারের যে রিপোর্ট এসেছে, তা দেখে নির্বাচকরা কোনও রিস্ক নিতে চাইছেন না।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বুমরা সদ্য়ই তাঁর পাচ সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামের প্রক্রিয়া শেষ করেছেন। তাঁর বিভিন্ন স্ক্যান এবং চোট নিয়ে না না খুঁটিনাটি পরীক্ষা আগেই করা হয়েছিল। সেইসব দেখেই বিসিসিআই আধিকারিকরা সিদ্ধান্ত নিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে বুমরার বদলে বরুণ চক্রবর্তী নেওয়া হয়েছিল। তাঁকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেওয়া হবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। না অন্য কেউ সুযোগ পাবেন দলে? ওয়ান ডে সিরিজ়ের জন্য ১৬ জনের দল হলেও, চ্য়াম্পিয়ন্স ট্রফির দল ১৫ জনের। তাই বুমরার বদলে বরুণকে নেওয়া হলে একজন ফাস্ট বোলার কম নিয়েই যেতে হবে ভারতকে। উপরন্তু এমনিই স্কোয়াডে তিনজন স্পিনার রয়েছেন। তাই বুরুণের সুযোগ পাওয়ার সম্ভবনা খানিকটা কমই বলে মনে করা হচ্ছে। বুমরার বিকল্প হিসাবে হর্ষিত বাদে আরও যে দুই ফাস্ট বোলারের নাম উঠে আসছে তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুরের নামও ভেসে আসছিল। তার মধ্যে শার্দুলের সাম্প্রতিক রঞ্জি ফর্মের কথা মাথায় রেখে। কিন্তু হর্ষিতই শেষ বাজিটা মারলেন। জাতীয় দলের জার্সিতে তিন ফর্ম্য়াটেই অভিষেক হয়ে গিয়েছে হর্ষিতের। তবে আইসিসি ইভেন্টে এই প্রথমবার নামবেন তিনি।