আমদাবাদ: কটকের ২২ গজে রোহিতের ব্যাটে সেই পুরনো ফর্ম দেখতে পাওয়া গিয়েছে। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন হিটম্য়ান। ভারতও পরপর দুটো ওয়ান ডে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরে নিয়েছে। আগামীকাল আমদাবাদে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচ। আদতে নিয়মরক্ষার ম্য়াচও বলা চলে ভারতের জন্য। তবে টিম ইন্ডিয়া চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরুর আগে জয় দিয়েই দ্বিপাক্ষিক সিরিজ শেষ করতে। এদিকে কটকে ফর্মে ফেরার পর এবার আমদাবাদেও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা।
ওয়ান ডে ফর্ম্য়াটে ১১ হাজার পূরণে ১৩ রান প্রয়োজন
আমদাবাদে ব্য়াট হাতে আর ১৩ রান করলেই ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ১১ হাজার রান পূরণ করে ফেলবেন তিনি। কটকে সেঞ্চুরি করার পথেই টেক্কা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। ওয়ান ডে ফর্ম্য়াটে দ্য ওয়ালের রান সংখ্য়াকে ছাপিয়ে গিয়েছিলেন। এবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ১৩ রান করলেই ১২ হাজারি ক্লাবে যোগ দেবেন। যে ক্লাবে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে হাজার রান পূরণের হাতছানি
ওয়ান ডে ফর্ম্য়াটে ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক পারফর্মার রোহিত শর্মা। এখনও পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে ২২ ইনিংসে ৮৪৫ রান করেছেন। গড় ৪৯.৭০। এখনও পর্য়ন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন। আর ১৫৫ রান করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে হাজার রান পূরণ করে ফেলবেন হিটম্য়ান।
আর একটি সেঞ্চুরি করলেই আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশ সেঞ্চুরি পূরণ করবেন
রোহিত শর্মা কটকে তাঁর ওয়ান ডে কেরিয়ারের ৩২ নম্বর শতরানটি হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৪৯ তম শতরান। আর একটি শতরান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে একশোতম শতরান পূরণ করে ফেলবেন। সচিন তেন্ডুলকর (১০০) ও বিরাট কোহলি (৮১)-র পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ শতরানের মালিক হয়ে যাবেন রোহিত।
এদিকে, রোহিতের জাতীয় দলের সতীর্থ বিশ্বকাপজয়ী সুরেশ রায়না মনে করেন রোহিতের ব্যাট থেকে আমদাবাদেও শতরান আসতে চলেছে। ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন রায়না এই মুহূর্তে চলতি সিরিজে। রবিবার রোহিতের ইনিংস দেখার মাঝেই বলে ওঠেন, ''আমি বলেছিলাম যে দিনটা রোহিতের হতে চলেছে। কটকে অন্য মুডে ছিল ও। ফিল্ডিংও দুর্দান্ত। ও কতটা বড় মাপের প্লেয়ার তা আরও একবার বুঝিয়ে দিল। সিরিজ জিতে গিয়েছে ভারত। আর যেভাবে জিতেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমদাবাদে সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই নামবে ভারত। আমি বলে দিচ্ছি রোহিতের ৩৩ তম শতরানও চলে আসতে পারে আমদাবাদে।''