দুবাই: আপাত অর্থে নিয়মরক্ষার ম্যাচ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মতো ছোট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখাটা যে কতটা গুরুত্বপূর্ণ, তা সকলেই জানেন। তাই ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ), দুই দলই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেও নিজেদের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। সেই ম্যাচের প্রথম ইনিংসে নিয়ন্ত্রিত বোলিং এবং সর্বোপরি দুরন্ত ক্যাচিংয়ে ভারতকে নয় উইকেটে ২৪৯ আটকে রাখল কিউয়িরা।
ভারতীয় টপ অর্ডারের তিন তারকা কেউই রান পাননি। তবে মিডল অর্ডার লড়াই চালাল। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও অক্ষর পটেল (Axar Patel) চতুর্থ উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন। দুইজনে দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। শ্রেয়স ৭৯ ও অক্ষর ৪২ রানের ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) আগ্রাসী ৪৫ রানের ইনিংস খেলেন। তবে তা সত্ত্বেও ২৫০ রানের গণ্ডি পার করতে পারল না ভারত। কিউয়িদের হয়ে স্পিন সহায়ক পিচে মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্য়ান্টনাররা ভাল বল করলেও পাঁচ উইকেট পান ম্যাট হেনরি।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউডজ়িল্যান্ড। স্বাভাবিক মেজাজে আগ্রাসীভাবেই ইনিংস শুরু করেছিলেন রোহিত। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি। ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। তাঁর আগে ১৫ দুই রানে ফেরেন শুভমন গিল। ৩০০তম ওয়ান ডে তে বিরাট কোহলিও ১১ রানে ফেরেন। গ্লেন ফিলিপ্স বাজপাখির ছোঁ মেরে ক্যাচ ধরেন। তবে শ্রেয়স ও অক্ষর মন্থর গতিতে হলেও, ইনিংস এগিয়ে নিয়ে যান। কিউয়িদের বিপক্ষে শ্রেয়সের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ফের একবার এই ম্যাচেও তাঁর ব্যাট কথা বলে। তবে রানের গতি বাড়াতে গিয়েই আউট হন তিনি।
কেএল রাহুল শুরুটা ভাল করেও ২৩ রানের বেশি করতে পারেননি। কিন্তু হার্দিক পাণ্ড্য আগ্রাসী মেজাজে ব্যাট করে ভারতের ইনিংসকে দু'শো রানের গণ্ডি পার করান। রবীন্দ্র জাডেজাও তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। তবে ফের একবার এক অনবদ্য ক্যাচ এবং সাফল্য। এবার পয়েন্টে কেন উইলিয়ামসনের দুরন্ত ক্যাচে ফিরতে হয় জাডেজাকে। ইনিংসের শেষ ওভারে ৪৫ রানে আউট হন হার্দিকও। ভারতীয় দল ২৪৯ রানেই আটকে যায়। এবার দেখার স্পিন সহায়ক পিচে চার স্পিনার নিয়ে মাঠে নামা ভারতীয় দল কিউয়িদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করতে পারেন কি না।
আরও পড়ুন: আইপিএলের সঙ্গে সংঘর্ষ, মেগা টুর্নামেন্টের চলাকালীনই আয়োজিত হবে পিএসএল