মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফয়সালা হয়নি এখনও । রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজ়িল্যান্ড । যে দুই দেশ ২৫ বছর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল ।


অথচ সেই ফাইনালের আগেই ভারতের মাটিতে পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি! তাও খোদ বাংলার মাটিতে । পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে!


তবে আসল চ্যাম্পিয়ন্স ট্রফি নয় । এই ট্রফি মিষ্টি । ফাইনাল শেষের আগেই ভারতের মাটিতে ছানা আর খোয়া ক্ষীর দিয়ে তৈরি ' চ্যাম্পিয়ন্স ট্রফি'! যা দেখে অবাক সবাই ।


দুবাইয়ের মাটিতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড ফাইনালে মুখোমুখি হয়েছে রবিবার । আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরুর আগেই দেশ জুড়ে টানটান উত্তেজনা ।


তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার পাশে চলে এল 'চ্যাম্পিয়ন্স ট্রফি' । তবে দেখে বোঝার উপায় নেই এটা আদতে মিষ্টি । থানার পাশের মিষ্টির দোকানের কারিগরদের কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী । এই মিষ্টির ট্রফি তৈরি করতে সময় লেগেছে তিন দিন । খরচ হল ১০ হাজার টাকা । লাগল ১০ কেজি ছানা আর খোয়া ক্ষীর ।           


আরও পড়ুন: ২৫ বছর পর সৌরভদের শাপমোচন হবে রোহিত-কোহলিদের হাত ধরে? ম্যাচের লাইভ আপডেট


সেই সঙ্গে রয়েছে বিভিন্ন অফারও । যেমন, রবিবার ফাইনালে বিরাট কোহলি আর রোহিত শর্মা যতক্ষণ ক্রিজে থাকবেন ততক্ষণ কম থাকবে পনিরের দাম । সাধারণত ৩৫০ টাকা থেকে ৪০০ বা ৪৫০ টাকা কেজি প্রতি দাম হয় পনিরের । তবে কোহলি ও রোহিত ব্যাট করার সময় পনিরের দাম নেওয়া হবে কেজি প্রতি ২৮০ টাকা ।


 






দোকানের মালিক দীপক নাথ বলেছেন, "আই লাভ মাই ইন্ডিয়া । আমরা দেশকে ভালবাসি সেই জন্যই এই ট্রফি বানিয়েছি । আমরাও চাই দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিক । সেইজন্য আজকের ভাবনা ।"               


আরও পড়ুন: ২৫ বছর পর সৌরভদের শাপমোচন হবে রোহিত-কোহলিদের হাত ধরে? ম্যাচের লাইভ আপডেট