দুবাই: উদ্বেগে ছিল গোটা দেশ। শনিবার সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি রবিবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল ধন্দ।
তবে স্বস্তির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ফাইনালে খেলছেন বিরাট। তবে ফাইনালেও টস ভাগ্য ফিরল না রোহিত শর্মার। ফের টস হারলেন তিনি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মিচেল স্যান্টনার। তবে ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে কিউয়িরা। চোটের জন্য খেলতে পারছেন না তাদের সেরা পেসার ম্যাট হেনরি।
ভারতীয় একাদশ কেমন হল, তা জানতেও আগ্রহী ছিলেন অনেকে। কারণ, টুর্নামেন্টের শুরুর দিকে বল হাতে নজর কেড়েছিলেন মিডিয়াম পেসার হর্ষিত রানা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছিল স্পিনার বরুণ চক্রবর্তীকে। দুরন্ত বোলিং করে দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন বরুণ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা বিস্ময় স্পিনার ফাইনালে খেলেন কি না, ভারতের বোলিং আক্রমণে চার স্পিনার খেলানো হয় কি না, হর্ষিত বা অর্শদীপ সিংহকে ফাইনালে সুযোগ দেওয়া হয় কি না, এরকম একাধিক প্রশ্ন ঘুরছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
শেষ পর্যন্ত ফাইনালের দল অপরিবর্তিত রেখেছে ভারত। অর্থাৎ, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একাদশ খেলেছিল, সেই দলই খেলানো হচ্ছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে। যার অর্থ, চার স্পিনারের তত্ত্বই নিয়েছে ভারত। বরুণ ও কুলদীপ যাদবকে খেলানো হচ্ছে বিশেষজ্ঞ স্পিনার হিসাবে। স্পিনার অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন অক্ষরক পটেল ও রবীন্দ্র জাডেজা। একমাত্র পেসার মহম্মদ শামি। সঙ্গে পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
নিউজ়িল্যান্ডের একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন ও উইলিয়াম ও রুখ।
আরও পড়ুন: ২৫ বছর পর সৌরভদের শাপমোচন হবে রোহিত-কোহলিদের হাত ধরে? ম্যাচের লাইভ আপডেট