দুবাই: এর আগে ছয় কিংবদন্তির দখলে এই কৃতিত্ব রয়েছে। এবার সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনিদের সেই বিশেষ তালিকায় নাম লেখানোর হাতছানি বিরাট কোহলির সামনে। রবিবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শুধু মাঠে নামতে হবে, তাহলেই এই বিশেষ মাইলফলক স্পর্শ করে ফেলবেন কোহলি। কি সেই মাইলফলক?
কিউয়িদের বিরুদ্ধে রবিবার কোহলি মাঠে নামলেই, মাত্র সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন। এই বিশেষ মাইলফলক ম্যাচের আগে কোহলির প্রশংসায় পঞ্চমুখ কেএল রাহুল। তারকা ক্রিকেটার জানান তিনি কোহলিকে বরাবরই আদর্শ হিসাবে দেখে এসেছেন এবং তিনি যেন আরও অনেক শতরান হাঁকান, সেই কামনাই করছেন।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাহুলকে বলতে শোনা যায়, 'খেলোয়াড় কোহলিকে বর্ণনা করার জন্য শব্দ কম পড়ে যায়। ওঁ প্রচুর প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওর মতো সিনিয়র খেলায়োড়ের থেকে আমরা সকলেই শেখার চেষ্টা করি। আশা করছি ওঁ আরও অনেক সেঞ্চুরি হাঁকাবে।'
শুধু সতীর্থ নয়, 'কিং কোহলি'-র প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষের ক্রিকেটারও। কিউয়ি তারকা অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল কোহলির সঙ্গে আইপিএলের দৌলতে সাজঘরও ভাগ করেছেন। তিনি প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'এটা বিরাট বিরাট বড় কৃতিত্ব। কেরিয়ারে ৩০০টি ম্যাচ খেলা মুখের কথা নয়। এটা প্রশংসা পাওয়ারই যোগ্য। আর এত সংখ্যক ম্যাচ যদি এক ফর্ম্যাটে হয়, তাহলে তো কথাই নেই। ওর নিজের কেরিয়ারে যে নিয়মানুবর্তিতা মেনে খেলেছে, সেটাই প্রমাণ করে দেয় এই কৃতিত্ব।'
প্রসঙ্গত, কোহলির এই ম্যাচে খেলা নিয়ে কোনও সংশয় নেই, তবে উদ্বেগ রয়েছে রোহিত শর্মাকে নিয়ে। শোনা যাচ্ছে, গ্রুপের শেষ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শুভমন গিল। যিনি দলের সহ অধিনায়ক।
কিন্তু কী এমন হল যে অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যাবে না? ঘটনা হচ্ছে, রোহিত শর্মা পুরো ফিট নন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন। হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছিল রোহিতের। তারপর থেকে ভারতের নেটেও দেখা যায়নি হিটম্যানকে। শোনা যাচ্ছে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিতকে খেলানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে রোহিতকে। যাতে তিনি সম্পূর্ণ ফিট অবস্থায় সেমিফাইনালে মাঠে নামতে পারেন। তবে শেষমেশ এমনটা হয় কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: বিনামূল্যে আফগানদের মেন্টর হতে রাজি, তবে নিজের দেশের দলের দায়িত্ব নিতে অস্বীকার পাক প্রাক্তনীর!