দুবাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মরুদেশে মেগাদ্বৈরথ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। সেই ম্যাচের আগে দুই দলই জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। এই প্রস্তুতি সারতে গিয়েই বিপত্তি!

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচে ভারতীয় ওপেনাররা ভাল খেললেও, বড় রান পাননি বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর সংগ্রহ ২২ রান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির দিকে সকলের নজর খুব স্বাভাবিক কারণেই থাকবে। কোহলিও বড় রান পেতে চেষ্টার কোনও ফাঁক রাখছেন না। শনিবার কোহলি নির্ধারিত অনুশীলনের তিন ঘণ্টা আগেই মাঠে পৌঁছে যান। তিনি কোচিং স্টাফদের সঙ্গে বাড়তি সময় অনুশীলনও সারেন। তার থেকে বড় রানের আশায় রয়েছেন সকলেই। তবে এই অনুশীলনের ফাঁকেই কোহলির এক ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় যা টিম ইন্ডিয়ার সমর্থকদের উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। 

অনুশীলনে এক সময় কোহলির বাঁ-পায়ে গোড়ালির কাছে বরফ লাগানো অবস্থায় দেখা যায়। এরপরেই তাঁর চোট লেগেছে কি না, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তাঁর চোট নিয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে কোহলির চোট একেবারেই তেমন গুরুতর নয় এবং খেলার সময় হালকা কিছু আঘাত পাওয়ায় সতর্কতা অবলম্বন করেই তাঁর গোড়ালিতে আইসপ্যাক দেওয়া হয়েছে। 

 

তবে রানের ফেরার জন্য কোহলির বাড়তি চেষ্টা এবং এই পর্যায়েও এত কড়া অনুশীলন করা কিন্তু নিঃসন্দেহে প্রমাণ করে দেয় কেন তাঁকে ক্রিকেট আইকন, ছোটদের রোলমডেল মনে করা হয়। কোহলির আসার বেশ খানিকটা সময় পরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তথা দলের বাকি সদস্যরা অনুশীলনে আসেন। 

প্রসঙ্গত, একদিকে যেখানে ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা করেছে, সেখানে পাকিস্তান নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ম্যাচ হেরেছে। তাই পাক দলের আরেক ম্য়াচে পরাজয় মানে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে যাওয়া। তাই মহম্মদ রিজওয়ানদের জন্য এই ম্যাচ মরণ-বাঁচন ম্যাচও বটে। এবার দেখার রবিবাসরীয় দুবাইয়ে জয়ের হাসি কোন দল হাসে।      

আরও পড়ুন: লাহৌরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে অজ়িদের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল জনগণমন