দুবাই: আগের ওভারেই নিজের বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ ফেলেছেন মহম্মদ শামি। নিউজ়িল্যান্ডের (IND vs NZ) অলরাউন্ডার ২১ বলে ২৯ রান করে ম্যাচের রং পাল্টে দিচ্ছিলেন। ৭ ওভারে ৫১ তুলে ফেলেছিল নিউজ়িল্যান্ড। তাও কোনও উইকেট না হারিয়ে।


ঠিক সেই সময়ই ফের সুযোগ দিলেন রাচিন। বোলার এবার বরুণ চক্রবর্তী। সেই বরুণ, যিনি টুর্নামেন্টের শুরুর দিকে প্রথম একাদশে জায়গাই পাচ্ছিলেন না। গ্রুপ পর্বের প্রথম দুই ম্য়াচে - বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। সেই দুই ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। হর্ষিতকে বসিয়ে সেই ম্যাচে ভারতের একাদশে সুযোগ দেওয়া হয়েছিল বরুণকে। আর সেই ম্যাচেই স্পিনের ভেল্কি দেখিয়েছিলেন বরুণ। তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তারপর থেকে ভারতের একাদশে নিয়মিত হয়ে উঠেছেন তামিলনাড়ুর স্পিনার।


ফাইনালেও খেলছেন বরুণ। নিউজ়িল্যান্ডের ওপেনিং জুটি ভাঙতে না পেরে বরুণের হাতেই বল তুলে দেন রোহিত। তাঁর বলে স্লগ স্যুইপ মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলেন ভয়ঙ্কর হয়ে ওঠা রাচিন। শ্রেয়স আইয়ার বাউন্ডারি লাইনে ছিলেন। তিনি দৌড়ে যান। আউটফিল্ডে বিশ্বস্ত ফিল্ডার শ্রেয়স। গ্যালারি ধরেই নিয়েছিল যে, শ্রেয়সের হাতেই শেষ হতে চলেছে রাচিনের ইনিংস।


কিন্তু সকলকে হতভম্ব করে দিয়ে ক্যাচটি ফেলে দেন শ্রেয়স। বল তাঁর তালুতে পড়েও বেরিয়ে যায়। জীবন পান রাচিন।


আর শ্রেয়সকে সেই ক্যাচ ফেলতে দেখে গ্যালারিতে বসা অনুষ্কা শর্মা হাহুতাশ করে ওঠেন। টুর্নামেন্টের শুরুর দিকে দলের সঙ্গে ছিলেন না বিরাট-ঘরনি। পরে তিনি দুবাইয়ে যান। ভারতের ম্যাচে রবিবার মাঠে ছিলেন তিনি। 


 






ডেনিম শার্ট, চোখে রোদচশমা। গ্যালারিতে উজ্জ্বল ছিলেন অনুষ্কা। শ্রেয়স ক্যাচ ফেলতেই তিনি মুষ্টিবদ্ধ হাত ছুড়ে হতাশা ব্যক্ত করেন। তারপরই মাথা রাখেন পাশে বসা বান্ধবীর কাঁধে। যেন হতাশা গোপন করার চেষ্টা। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


প্রথমে ব্যাট করে ২৫১ রান তুলেছে নিউজ়িল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে একশো পেরিয়ে গিয়েছে ভারতের স্কোর।


আরও পড়ুন: শামি-হার্দিকের ব্যর্থতা আর ক্যাচ নষ্টের ম্য়াচে স্পিনারদের ভেল্কি, কত রানের লক্ষ্য ভারতের সামনে?