দুবাই: যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনুপস্থিতিতে তাঁর কাঁধেই ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। মহম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) শুরুটা করেছিলেন দুরন্ত ছন্দে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। তারপর থেকে আর সেরা ছন্দে দেখা যায়নি ডানহাতি পেসারকে। রবিবার ফাইনালে ৯ ওভারে খরচ করলেন ৭৪ রান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকেই একজন বাড়তি স্পিনার খেলাচ্ছেন গৌতম গম্ভীর-রোহিত শর্মারা। হর্ষিত রানার পরিবর্তে খেলানো হচ্ছে বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীকে। শামির সঙ্গে নতুন বলে বোলিং করছেন পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। সেই হার্দিক রবিবার ৩ ওভারে দিলেন ৩০ রান।
সঙ্গে পড়ল একাধিক ক্যাচ। অন্তত পাঁচটি সুযোগ নষ্ট করলেন ভারতীয় ফিল্ডাররা। কখনও শামি, কখনও শুভমন গিল।
তবে ভেল্কি দেখালেন ভারতীয় স্পিনাররা। স্পিন চতুর্ভুজেই জব্দ হল নিউজ়িল্যান্ড। বরুণ, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা - চার স্পিনার ৩৮ ওভারে খরচ করলেন মাত্র ১৪৪ রান। তুলে নিলেন ৫ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তুলল ২৫১/৭। ম্যাচ জিততে ভারতকে তুলতে হবে ২৫২ রান। দুবাইয়ের কঠিন পিচে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাজটা যে সহজ হবে না, বলার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই।
টানা ১২ ম্যাচে টস হেরেছেন রোহিত শর্মা। টস জিতে ফাইনালে প্রথমে ব্যাট করে নেওয়ার বিকল্প বেছে নেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। নিউজ়িল্যান্ডের দুই ওপেনার - উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ভাল শুরু করেন। বিশেষ করে রাচিন ঝোড়ো ব্যাটিং করে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন। ২৮ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন শামি। ২৯ রানের মাথায় ফের তাঁর ক্যাচ ফেলেন শ্রেয়স।
শেষ পর্যন্ত ২৯ বলে ৩৭ করেন রাচিন। ডারিল মিচেল ৬৩ রান করলেও ১০১ বলে খেলেন। ভারতীয় স্পিনাররা মাঝের ওভারগুলোয় দাপট দেখান। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট বরুণের। ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট কুলদীপের। ১০ ওভারে মাত্র ৩০ রানে ১ উইকেট জাডেজার। ৮ ওভারে অক্ষর দিয়েছেন ২৯ রান। তবে পেসাররা রান খরচ করছেন দেখেও কেন অক্ষরকে ১০ ওভার করানো হল না, তা নিয়ে প্রশ্ন থাকছে।
একটা সময় মনে হচ্ছিল, ২২০ রানে থেমে যাবে নিউজ়িল্যান্ড। মাইকেল ব্রেসওয়েল ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে দিয়ে যান। আড়াইশো পেরিয়ে যায় নিউজ়িল্যান্ড। ব্রেসওয়েলের ইনিংসই কি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে? উত্তর পাওয়া যাবে ম্যাচের শেষে।
আরও পড়ুন: শামি-হার্দিকের ব্যর্থতা আর ক্যাচ নষ্টের ম্য়াচে স্পিনারদের ভেল্কি, কত রানের লক্ষ্য ভারতের সামনে?