নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। ভারতেই সেই বিশ্বকাপের আসর বসতে চলেছে। দীর্ঘদিন আইসিসি খেতাব জেতেনি ভারতীয় দল (Indian Cricket Team)। তাই ২০১১ সালের মতো ফের একবার ঘরের মাঠে বিশ্বজয়ের হয়ে মরিয়া হয়েই মাঠে নামবে ভারতীয় দল । তবে তার জন্য প্রয়োজন প্রস্তুতি আর পরিকল্পনা। সেই কথা মাথায় রেখেই, বিশ্বকাপের জন্য রোডম্যাপ তৈরি করার উদ্দেশে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাচ্ছেন অজিত আগরকর (Ajit Agarkar)।


দিনকয়েক আগেই প্রাক্তন ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের তরফে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়। বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে ব্যস্ত। সেই কারণেই প্রধান নির্বাচক আগরকর দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দিচ্ছেন বলে খবর।


বিসিসিআইয়ের এক আধিকারিক তরফে পিটিআইকে জানানো হয়েছে, 'আপাতত সলিল আঙ্কোলা (ভারতীয় নির্বাচক) ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। তবে তিনি টেস্ট সিরিজের পর ফিরে আসবেন। সাদা বলের সিরিজ শুরু হওয়ার আগে অজিত দলের সঙ্গে যোগ দেবেন।' প্রধান নির্বাচক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টিম ম্যানেজমেন্টের সঙ্গে সামনা সামনি দেখা করার সুযোগই পাননি আগরকর। ওয়েস্ট ইন্ডিজে রোহিতের সঙ্গে সরাসরি দেখা করার সেই সুযোগটা পাবেন আগরকর।


শোনা যাচ্ছে খেলোয়াড়দের ওয়াকলোর্ড সামলানো, তাঁদের ফিটনেস কেমন কী রয়েছে, সেটা দেখার পাশাপাশি দলের ভবিষ্যত নিয়েও রোহিত, দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসবেন আগরকর। যশপ্রীত বুমরার মতো বেশ কয়েকজন ক্রিকেটার দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তাঁদের কীভাবে, কখন দলে ফেরানো হবে, সেই নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এরই মাঝে বুমরার পোস্ট করা একটি ভিডিও ভারতীয় সমর্থক ও নির্বাচকদের স্বস্তি দেবে। 


ডানহাতি পেসার নিজের বোলিংয়ের ভিডিও পোস্ট করেছেন। নিজের ভিডিওর ক্যাপশনে টিম ইন্ডিয়াকে ট্যাগ করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চলতি বছরের শেষেই বিশ্বকাপের আসর বসবে দেশের মাটিতে। তার আগে ভারতীয় দলে বুমরা ঢুকে পড়লে নিঃসন্দেহে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার