নয়াদিল্লি: তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে টেকনিকে গলদ, নিয়মভঙ্গ করা এবং বারংবার চোট আঘাতের কবলে পড়ায় পৃথ্বী শ (Prithvi Shaw) ভারতীয় দলে আপাতত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাননি তিনি, এশিয়ান কাপের দলেও নেই শ। শেষবার ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে ভারতের জার্সিতে শকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, সেই বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন শ।


ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে সুযোগ না পেয়ে তিনি ভীষণ হতাশ হয়েছিলেন বলে সাফ জানিয়ে দেনেন শ। তিনি বলেন, 'আমাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার কোনও ব্যাখাই দেওয়া হয়নি। কেউ কেউ বলছিলেন আমার ফিটনেসের জেরে আমি বাদ পড়েছি। তবে আমি এখানে (বেঙ্গালুরুতে) এসে এনসিএ-তে সমস্ত ফিটনেস টেস্ট পাশ করেছি। তারপরে আবার ফিরে রান করি এবং টি-টোয়েন্টি দলে ফিরি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পায়নি। আমি ভীষণই হতাশ হয়েছিলাম। তবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে তো যেতেই হবে। তাছাড়া কিছু করার নেই। আমি কারুর সঙ্গে লড়াই করতে তো আর পারব না।'


শ এরপরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জানান তাঁর কোনও বন্ধুবান্ধব নেই, এমনকী তিনি বন্ধু বানাতেও তেমন আগ্রহী নন। 'ব্যক্তি হিসাবে আমি নিজের মতো থাকতে পছন্দ করি। অনেকে আমার বিষয়ে অনেক কিছুই বলে থাকে, তবে যারা আমায় চেনেন, তারা জানেন যে আমার কোনও বন্ধু নেই। এই প্রজন্মের সকলের সঙ্গে তো এমনটাই হচ্ছে। নিজেদের আনন্দ, দুঃখ ভাগ করে নেওয়ার জন্য পাশে কেউ নেই। ব্যক্তিগতভাবে বলব, এইটা কিন্তু খুবই খারাপ। আজকাল তো কাউকে কিছু বলতেও ভয় লাগে। কী জানি পরের দিন হয়তো সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসল। আমি হাতেগোনা কয়েকজন বন্ধু রয়েছে। তাদের সঙ্গেও আমি সবকিছু ভাগ করিনা।' বলেন শ।


মুম্বইয়ের ওপেনার শ সম্প্রতি দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে মাঠে নেমেছিলেন। দলীপের সেমিফাইনাল ও ফাইনালে তিনি যথাক্রমে ২৬, ২৫, ৬৫ ও সাত রান করেছিলেন। এরপর তাঁকে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে। তিনি দেওধর ট্রফিতে খেলবেন না। আজ, মঙ্গলবার, ১৮ জুলাইই তাঁর সেই উদ্দেশে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল, তবে ভিসা সংক্রান্ত সমস্যায় দরুণ সেটা দিনকয়েক পিছিয়ে গিয়েছে।  


আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার