পটনা: দশে দশ! প্রতিপক্ষ দলের এক ইনিংসের সবকটি উইকেটই তুলে নিচ্ছেন একজন বোলারই। তাও আবার হ্যাটট্রিক-সহ। কোচবিহার ট্রফিতে (Cooch Behar Trophy) হইচই ফেলে দিলেন বিহারের সুমন কুমার। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে দশ উইকেট নিলেন বিহারের তরুণ। তবে হ্যাটট্রিক-সহ ১০ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি।


পটনায় রাজস্থানের বিরুদ্ধে সুমন কুমারের বোলিং পরিসংখ্যান ৩৩.৫-২০-৫৩-১০। অর্থাৎ, ৩৩.৫ ওভার বোলিং করেছেন। নিয়েছেন ২০টি মেডেন ওভার। মাত্র ৫৩ রান খরচ করে তুলে নিয়েছেন ১০ উইকেট। ইকনমি? মাত্র ১.৫৭। রাজস্থান ইনিংসের ৩৬তম ওভারে হ্যাটট্রিক সম্পন্ন করেন সুমন। তাঁর পরপর তিন বলে ফিরে যান মোহিত ভাগনানি, আনাস ও সচিন শর্মা। পটনার মঈন উল হক স্টেডিয়ামে সুমনের দাপটেই ম্যাচে ভাল জায়গায় ছিল বিহার। ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত ছিল। তবে প্রথম ইনিংসের লিড নেওয়ায় তিন পয়েন্ট পেয়েছে বিহার। এক পয়েন্ট পেয়েছে রাজস্থান।


 






টস জিতে বিহারকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান। ১৪৩.৪ ওভারে ৪৬৭ রান তুলেছিল বিহার। জোড়া সেঞ্চুরি করেন দীপেশ গুপ্ত ও পৃথ্বী রাজ। ৩৮১ বলে ১৮৩ রানে অপরাজিত ছিলেন দীপেশ। ২৮ বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।


বিহার প্রথম ইনিংসে ২৮৫ রানের বিরাট লিড নেয়। রাজস্থান অবশ্য দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায়। পাঁচ উইকেটে ৪১০ রান তোলে। ৪৪১ বলে ২০০ রান করেন পার্থ যাদব।


চলতি কোচবিহার ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন সুমন। চার ম্যাচে ২৩ উইকেট হয়ে গিয়েছে তাঁর। ইকনমি রেটও আকর্ষণীয়। ১.৯১। অর্থাৎ, ওভার প্রতি মাত্র ১.৯১ রান করে খরচ করেছেন তিনি।


৬ ডিসেম্বর থেকে পরের ম্যাচে বিহারের প্রতিপক্ষ মহারাষ্ট্র। ঔরঙ্গাবাদে হবে সেই ম্যাচ। এলিট গ্রুপ ই-তে ১০ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলে চার নম্বরে রয়েছে বিহার। শীর্ষস্থানে মহারাষ্ট্র। দুইয়ে রয়েছে রাজস্থান।


আরও পড়ুন: মহিলাদের খেলায় ও টেস্টে বাড়তি জোর, বিশ্ব ক্রিকেটের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা জয় শাহর





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।