আমদাবাদ: প্রেসিডেন্ট নন, ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) তিনি ছিলেন সচিব পদে। তবু তিনিই ছিলেন ভারতীয় বোর্ডের শেষ কথা। তাঁর অঙ্গুলিহেলনেই পুরো ভারতীয় ক্রিকেট পরিচালিত হয় বলে মনে করতেন সকলেই।
সেই জয় শাহ (Jay Shah) এবার নতুন দায়িত্বে। রবিবার, ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয়। গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন তিনি। আর নতুন দায়িত্ব নিয়েই টেস্ট ও মহিলা ক্রিকেটের প্রসারে নিজের ভাবনার কথা ঘোষণা করলেন জয় শাহ।
আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় বোর্ডের পদ ছাড়তে হয়েছে জয় শাহকে। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে দায়িত্ব নিয়েছিলেন তিনি। টানা পাঁচ বছর ছিলেন ওই পদে। আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়েছেন জয় শাহ।
নিজের এক্স হ্যান্ডলে জয় শাহ লিখেছেন, 'আইসিসি চেয়ারম্যান পদে নিজের নতুন দায়িত্ব শুরু করার দিনে আমি ভীষণভাবে সম্মানিত। গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে জুড়েছে ক্রিকেট। বিরাট দায়িত্ব আর সুযোগের মুহূর্ত এটা। ক্রিকেট একটা সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। আইসিসি দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে গোটা বিশ্বে খেলাটার প্রসার ঘটাতে চাই। উন্নতির নতুন নতুন দিগন্ত খুলতে চাই।'
আর দায়িত্ব নিয়ে তিনি যে টেস্ট ক্রিকেটে বাড়তি গুরুত্ব দেবেন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন জয় শাহ। তিনি বলেছেন, 'তৃণমূল স্তর থেকে শুরু করে নামী টুর্নামেন্ট, আমার লক্ষ্য হল সব পর্বে ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। টেস্ট ক্রিকেট এখনও খেলাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম্যাট। আমি এই ফর্ম্যাটের গুরুত্ব ধরে রাখতে বদ্ধপরিকর। সমর্থকদের কাছে টেস্টের জনপ্রিয়তা বাড়াতে চাই। একইভাবে আমাদের উন্নতির পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে মহিলাদের ক্রিকেট। খেলাটার নতুন দিগন্ত জয় করতে চাই।'
আরও পড়ুন: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ