IND vs AUS: সুযোগ পেলেন না লাবুশেন, তৃতীয় ওয়ান ডে-র আগে ২ অনামী ক্রিকেটারকে ডাক অজি শিবিরে

Advertisement
ABP Ananda   |  Goutam Roy   |  24 Oct 2025 10:52 AM (IST)

তারকা বিশ্বজয়ী ব্যাটার মার্নাস লাবুশেনকে তৃতীয় ওয়ান ডে ম্য়াচের জন্যও অজি স্কোয়াডে ভাবা হল না। তিনি শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে তৃতীয় রাউন্ডের ম্য়াচে খেলতে পারবেন।

মার্নাস লাবুশেন

সিডনি: ওয়ান ডে সিরিজ মুঠোয় করে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচে পারথে জয়ের পর দ্বিতীয় ম্য়াচে অ্য়াডিলেডেও জয় ছিনিয়ে নিয়েছে টিম অস্ট্রেলিয়া। সিডনিতে তৃতীয় ওয়ান ডে ম্য়াচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার ম্য়াচ। সেই ম্য়াচের আগে ২ অনামী ক্রিকেটার জ্যাক এডওয়ার্ডস ও মাহলি বেয়ার্ডম্য়ানকে দলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবুও ডাক পেলেন না বিশ্বজয়ী অজি ব্যাটার মার্নাস লাবুশেন। শনিবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচের আগে অজি শিবিরে যোগ দিতে চলেছেন ম্য়াট খেনামেন ও জ্যাক এডওয়ার্ডস।

Continues below advertisement

পারথে প্রথম ওয়ান ডে-তে অজি একাদশে ছিলেন খেনামেন। যদিও দ্বিতীয় ম্য়াচে একাদশে ফিরে এসেছিলেন অ্য়াডাম জাম্পা। তাই বাদ পড়তে হয়েছিল খেনামেনকে। অন্য়দিকে তারকা বিশ্বজয়ী ব্যাটার মার্নাস লাবুশেনকে তৃতীয় ওয়ান ডে ম্য়াচের জন্যও অজি স্কোয়াডে ভাবা হল না। তিনি শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে তৃতীয় রাউন্ডের ম্য়াচে খেলতে পারবেন। অ্য়াশেজের জন্য প্রস্তুতি সারতে পারবেন।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে তৃতীয় ও চতুর্থ ম্য়াচের আগে ফিরছেন গ্লেন ম্য়াক্সওয়েল ও বেন ডরহুইস। কব্জির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ম্য়াক্সওয়েল ও ডরহইস কাফ মাসলে চোটের জন্য় ছিটকে গিয়েছিলেন ওয়ান ডে স্কোয়াড থেকে। কিন্তু দুজনেই ফিরছেন কুড়ির ফর্ময়্াটের সিরিজে। প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার উইকেটের পেছনে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল জশ ফিলিপেকে। তাঁকেও দেখা যাবে কুড়ির ফর্ম্য়াটে।

Continues below advertisement

এদিকে, ভারতের সিরিজ হারের দিন ফের ডি আর এস বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। ম্যাচের ষষ্ঠ ওভারে জশ হ্যাজেলউডের বিপক্ষে একটি বড় শট খেলার প্রচেষ্টা করেন রোহিত। তবে বল বাউন্ডারি লাইনের বলে আঁছড়ে পড়ে তাঁর প্যাডেঅজ়ি ফিল্ডাররা রোহিতের আউট হওয়ার বিষয়ে নিশ্চিত হলেও আম্পায়ার আঙুল তোলেননি। ফলত অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ ডিআরএস নেন। সেইখানে স্নিকোতে বল প্যাডে লাগার আগে রোহিতের ব্যাটের পাশেই থাকাকালীন স্পাইক ধরা পড়ে। ফলে আর বল ট্র্য়াকিং অবধি যেতেই হয়নি। ব্যাটে বল লাগায় আম্পায়ার রোহিতকে নট আউট দিয়ে আবেদন খারিজ করেন। এই নিয়েই সরব হয়েছেন মার্ক ওয়াঅজ়ি কিংবদন্তিকে ধারাভাষ্য দেওয়ার সময়ই অন এয়ার বলতে শোনা যায়, 'কোনওভাবেই এক্ষেত্রে ব্যাটের কাণায় বল লাগতে পারে না।'

রোহিত এদিন রীতিমতো সংঘর্ষ করে কেরিয়ারের ৫৯তম অর্ধশতরানটি হাঁকান। তিনি ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে শেষমেশ সাজঘরে ফেরেন। এই ইনিংসের সুবাদেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পিছনে ফেললেন 'হিটম্যান'। রোহিত শর্মা একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলেছেন। এখন রোহিত এই তালিকায় তৃতীয় স্থানে চলে এসেছেন। সৌরভ চতুর্থ স্থানে নেমে গিয়েছেন। রোহিতের আগে শুধু সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি রয়েছেন।

Published at: 24 Oct 2025 10:47 AM (IST)
Continues below advertisement
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.