নয়াদিল্লি: বিশ্বকাপের মাঝপথেই অস্ট্রেলিয়ান দল (Australian Cricket Team) ছেড়ে ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে হয়েছিল মিচেল মার্শকে (Mitchell Marsh)। তিনি আদৌ বিশ্বকাপে (ODI World Cup 2023) আর অংশগ্রহণ করবেন কি না, সেই নিয়ে জল্পনা ছিল। তবে মাত্র এক ম্যাচ পরেই ফিরছেন মার্শ।
চলতি বিশ্বকাপে শুরুটা নড়বড়েভাবে করলেও, নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ান দল। বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর দৌড়ে ভাল জায়গায় রয়েছে রেকর্ড চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ান দলের অবিচ্ছেদ্য অঙ্গ মার্শ। তিনি দলে না থাকলে যে অস্ট্রেলিয়ান দল বেশ খানিকটা দুর্বল হয়ে যেত তা বলাই বাহুল্য। তবে কেবল ইংল্যান্ডের ম্যাচই মিস করেছেন তিনি। এক ম্যাচ পরেই আবার দেশ থেকে ভারতে ফিরছেন দলের তারকা অলরাউন্ডার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মার্শের দলে ফেরার কথা জানানো হয়। অস্ট্রেলিয়ান বোর্ডের তরফে জানানো হয়, 'ও ঠিক কবে দলের সঙ্গে যোগ দেবে সেটা জানানো হবে।' মিচেল মার্শ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৭-র অধিক গড়ে ২২৫ রান করেছেন। দুই উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। পাকিস্তানের বিরুদ্ধেই তিনি নিজের সেরা ইনিংসটি খেলেন। ১২১ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতরান করেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সেমিফাইনালের দৌড়ে থাকা আরেক দল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে মার্শ খেলেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
তবে মিচেল মার্শের অনুপস্থিতিতেও কিন্তু ইংল্যান্ডকে সহজেই হারায় অস্ট্রেলিয়া। বাটলারদের ৩৩ রানে হারায় অস্ট্রেলিয়া। আমদাবাদে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে গেল ক্যাঙ্গারু বাহিনী। ২৮৭ রান তাড়া করতে নেমে ২৫৩ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। শেষ চারের সম্ভাবনা ক্ষীণ ছিলই। এবার সেই আশা আজকের পর পুরোপুরি শেষ হয়ে গেল। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ (World Cup 2023) থেকে বিদায়ঘণ্টা বেজে গেল পাকাপাকিভাবে।
অজি বােলারদের মধ্যে ২টো করে উইকেট নেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স। তবে সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। ১০ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। স্টোইনিস ১ উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বোল্ড হয়েও বিশ্বাস হচ্ছিল না শুভমনের, হতবাক আম্পায়াররাও, দেখতে হল রিপ্লে!